চট্টগ্রামে দেশের প্রথম আধুনিক ইনডোর স্টেডিয়াম

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৪০, রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ১ মাঘ ১৪২৯

চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম কম্পাউন্ডে বিশ্বমানের সুযোগ সুবিধা সংবলিদ স্মার্ট ইনডোর ক্রিকেট কমপ্লেক্সের উদ্বোধন হয়েছে। যেখানে রয়েছে চারটি উইকেট, যার দুইটি টাফ উইকেট আর বাকি দুইটি ম্যাট উইকেট। আরও আছে ক্রিকেটারদের জন্য লকার রুম,গোসলের জন্য জায়গায়, কনফারেন্স রুম,চেঞ্জিং রুম।

 

শনিবার আনুষ্ঠানিকভাবে এ ইনডোর কমপ্লেক্সের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও ভেন্যু চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দীন এবং সিডিএর চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষসহ বিসিবি কর্তারা।

জানা গেছে, জাপানি সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে ২০২০ সালে নতুন ইনডোরের কাজ শুরু করে সিডিএ। ২০১৯ সালের ১৯ নভেম্বর এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন চট্টগ্রাম সিটি মেয়র ও বিসিবি পরিচালক আ জ ম নাছির উদ্দীন। তবে নানা কারণে প্রকল্পের কাজে স্থবিরতা দেখা গেলেও অবশেষে সাগরিকা পেয়েছে আন্তর্জাতিক মানের ‘নিজস্ব’এক ইনডোর।

শুধু দেখতেই সুন্দর নয়, কাজেরও বটে এই নতুন ইনডোরটি। আধুনিক সব সুযোগ সুবিধা রাখা হয়েছে এতে। ১৪২ ফুট দৈর্ঘ্য আর ৫৮ ফুট প্রস্থের এই ইনডোর।

নয়নাভিরাম খোলা ঝিনুকাকৃতির এই ইনডোরটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ঠিক পেছনেই। তিন নম্বর গেইট দিয়ে প্রবেশ করলে শুরুতেই বাঁ পাশে চোখে পড়বে এই ইনডোর।

ইনডোর তৈরিতে দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন স্থাপত্যবিদ। ইট-কংক্রিটের দেয়ালের পরিবর্তে ইস্পাতের শক্ত-মোটা খাম আর পুরু হিট প্রুফ কাঁচে ঘেরা অবকাঠামো তৈরি করা হয়েছে। ছাদে ব্যবহার করা হয়েছে মোটা সিমেন্ট শিট। মূল ফটকের দিকটা উঁচুতে রেখে ছাদের সিমেন্ট শিটগুলোকে এমনভাবে বসানো হয়েছে তাতে ইনডোরটি পেয়েছে ঝিনুকের অবয়ব।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article