বঙ্গবন্ধু কাপ কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা বাংলাদেশের

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৩৯, মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনালে তিনটি লোনাসহ ৪২-২৮ পয়েন্টে চাইনিজ তাইপেকে হারিয়েছে স্বাগতিকরা। প্রথম দুই আসরে কেনিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।


 

ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশসুলভ ছিল না। এক পর্যায়ে ৭-৬ পয়েন্টে লিড ছিল তাইপের। এরপর প্রতিপক্ষকে আর লিড নিতে দেয়নি তুহিন তরফদারের দল। ২০-১৪ পয়েন্টে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ শুরুতেই লোনা আদায় করে। ম্যাচের আট মিনিট বাকি থাকতে আরো একটি লোনা আদায় করে বাংলাদেশ। দ্বিতীয় লোনার সময় ম্যাচের স্কোরলাইন ছিল ৩৭-২১। ম্যাচের সময় যত গড়াতে থাকে বাংলাদেশের আধিপত্য ততই বাড়তে থাকে। শেষ পর্যন্ত তিনটি লোনাসহ ৪২-২৮ পয়েন্টে ম্যাচ জিতে শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশ দল।

এবার আর্জেন্টিনাসহ ১২টি দেশের অংশগ্রহণে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article