দুবার বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন নাইজেরিয়ান নারী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:০৩, মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ১১ শ্রাবণ ১৪২৯

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নারীদের ১০০ মিটার হার্ডলসে মাত্র দু’ঘণ্টার ব্যবধানে দু’বার বিশ্বরেকর্ড গড়লে স্বর্ণ জিতলেন নাইজেরিয়ান তোবি অ্যামুসান। সেমিফাইনাল এবং ফাইনালে এই কীর্তি গড়েন তিনি।

প্রথমে ১০০ মিটার হার্ডলসের সেমিফাইনালে ১২.১২ সেকেন্ডে দৌড় শেষ করে নতুন বিশ্বরেকর্ড গড়েন অ্যামুসান। এরপর দু’ঘণ্টার ব্যবধানে ফাইনালে অ্যামুসান দৌড় শেষ করেন ১২.০৬ সেকেন্ডে, ভাঙেন নিজেরই গড়া আগের রেকর্ড। ১০০ মিটার হার্ডলসের হিটেও নজির গড়েন আমুসান। শনিবার ১২.৪০ সেকেন্ডে দৌড় শেষ করে আফ্রিকান রেকর্ড গড়েন।

এর আগে সেমিফাইনালে ২৫ বছরের স্প্রিন্টার অ্যামুসান ভাঙেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রা হ্যারিসনের ২০১৬ সালে গড়া বিশ্বরেকর্ড। হ্যারিসনের বিশ্বরেকর্ড ছিল ১২.২০ সেকেন্ড।

ফাইনালে ১২.২৩ সেকেন্ডে দৌড় শেষ করে রৌপ্য জিতেছেন জামাইকার ব্রিটানি অ্যান্ডারসন। একই সময় নিলেও ফটোফিনিসে তৃতীয় হয়েছেন পুয়ের্তো রিকোর জ্যাসমিন ক্যামাচো-কুইন।

Share This Article