বুস্টার ডোজ পেলেন দেশের দুই কোটি ৯৫ লাখ মানুষ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২৬, সোমবার, ৪ জুলাই, ২০২২, ২০ আষাঢ় ১৪২৯

দেশের দুই কোটি ৯৫ লাখ ৯ হাজার ৯২৭ জনকে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এছাড়া দেশে এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৯৪ লাখ ৯৩ হাজার ৫৪৬ জন এবং দুই ডোজ নিয়েছেন ১১ কোটি ৯৬ লাখ ৭ হাজার ৭৯০ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (রবিবার) ছয় হাজার ৬৯৬ জনকে প্রথম ডোজ, ৩০ হাজার ১৮৬ জনকে দ্বিতীয় ডোজ এবং এক লাখ ৫২ হাজার ৬০২ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এসব টিকার মধ্যে রয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে মোট ১২ কোটি ৯৪ লাখ ৯৩ হাজার ৫৪৬ জন টিকার আওতায় এসেছেন। তাদের মধ্যে সুরক্ষা অ্যাপ নিবন্ধন করেছেন ৯ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৭৫৩ জন। বাকি দুই কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৭৯৩ জন নিবন্ধন ছাড়াই টিকা নিয়েছেন।

গত বছরের ১ নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম চালুর পর ইতোমধ্যে এক কোটি ৭৩ লাখ ৪৬ হাজার ৯০১ জনকে প্রথম ডোজ পেয়েছেন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৬৫৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত ভাসমান জনগোষ্ঠীর ৩ লাখ ৭০ হাজার ৯৪৯ জনকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৭ জানুয়ারি দেশে করোনা টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হয়। ওই বছরের ৭ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী যে কেউ টিকা নিতে পারছেন।

Share This Article

‘বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি স্থাপন গৌরবময় অধ্যায়ের সূচনা’

২৫ মার্চের প্রথম ব্যারিকেড এক বীরত্বের ইতিহাস: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির আন্দোলন:সত্য হলো যে সন্দেহ!

পশ্চিমাদের উচিত বাংলাদেশে হওয়া গণহত্যার স্বীকৃতি দেওয়া: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদকের ঠাঁই নেই: ডেপুটি স্পিকার

বাসযোগ্য ঢাকার জন্য নাগরিকদের সচেতনতা জরুরি: স্থানীয় সরকারমন্ত্রী

প্রতিটি ছবিরই একটি নিজস্ব ভাষা রয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নাইকো দুর্নীতি মামলা: সাজা হতে পারে বেগম জিয়ার!

একতরফা নির্বাচনের গল্প ও বাস্তবতা: দায় কার?

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৩ জন