ইঞ্জিন বিকল, ৫ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৯:০৬, রবিবার, ৩ জুলাই, ২০২২, ১৯ আষাঢ় ১৪২৯

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ভাসমান ট্রলারসহ ৫ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ রোববার (৩ জুলাই) দুপুর ২ টার দিকে বঙ্গোপসাগরের মোহনা নিদ্রা ছকিনা এলাকা থেকে উদ্ধার করা হয়।

 

কোস্টগার্ড প্রেস রিলিজে জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিন চালিত কাঠের তৈরি ট্রলারে ৫ জেলে বড়শি দিয়ে মাছ শিকার করছিল। এমন সময় ওই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। কয়েক ঘণ্টা পর কোস্টগার্ড সদস্যরা ট্রলার সহ ৫ জেলেকে উদ্ধার করা হয়।

কোস্টগার্ড আরও জানায়, উদ্ধারকৃত জেলেদের জিজ্ঞাসাবাদে জানায় নিদ্রা ছকিনা এলাকায় বড়শি দিয়ে মাছ ধরছিল। হঠাৎ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। তাদের বাড়ি বরগুনার তালতলী উপজেলার বড় অঙ্কুজান পাড়া এলাকার বাসিন্দা। তাদের সকলকে বাড়িতে পৌঁছে দেয়া হয়।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article