বাংলাদেশে বাড়ছে নতুন নতুন বিদেশি বিনিয়োগ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:০৬, শনিবার, ২ জুলাই, ২০২২, ১৮ আষাঢ় ১৪২৯

করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধসহ অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ থাকার পরও দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই)-এর পরিমাণ বাড়ছে। আসছে নতুন নতুন বিনিয়োগ প্রস্তাব।

 

অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার। স্থানীয় মুদ্রায় যা প্রায় ১১ হাজার কোটি টাকা।

এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ দশমিক ৬৫ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে নিট বিদেশি বিনিয়োগের অঙ্ক ছিল ১২৭ কোটি ডলার। ২০২০-২১ অর্থবছরে তা বেড়ে ১৭৭ কোটি ডলার হয়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্যানুযায়ী, ২০২১ ও ২০২২ সালে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই হিসেবে বিডায় যে রেজিস্ট্রেশন হয়েছে, সেখানে সবার প্রথম চীন। প্রায় ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব এসেছে চীন থেকে।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগ প্রস্তাব এসেছে দক্ষিণ কোরিয়া থেকে, যার পরিমাণ প্রায় ১৬১ মিলিয়ন মার্কিন ডলার। তাছাড়া তুরস্ক, ইতালির উদ্যোক্তারাও বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন।

সংশ্লিষ্টরা জানান, ইতালির উদ্যোক্তারা তৈরি পোশাক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।  ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে জার্মানির পর দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানি হয় ইতালিতে।

তুরস্কের উদ্যোক্তারাও বাংলাদেশের তৈরি পোশাক, কৃষি, আইটি, ওষুধ উপকরণ, অটোমোবাইল, অটো পার্টসসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে বিডা।

Share This Article


টিসিবির জন্য কেনা হচ্ছে ৩৪৫ কোটি টাকার তেল-ডাল

আজ থেকে টিসিবির পণ্য বিক্রয় শুরু, কার্ড ছাড়াও কেনা যাবে নিত্য পণ্য

কাল থেকে ৫০ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার

গতি ফিরছে প্রবাসী আয়ে, ১০ দিনে এলো ৭৯ কোটি ডলার

সরকার বিরোধী এজেন্ডা বাস্তবায়ন: সহিংসতার জেরে ২০০ পোশাক কারখানা বন্ধ!

বেশি দামে বাংলাদেশি পোশাক কিনবে বৈশ্বিক ক্রেতারা

সোনার দাম বেড়ে নতুন রেকর্ড

আয়কর সেবা মাস শুরু

হিমাগারে ২৬-২৭ টাকায় আলু বিক্রি নিশ্চিতে ডিসিদের নির্দেশ

অবরোধের প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে, চলছে আমদানি-রপ্তানি

এলডিসি থেকে উত্তরণের পর ইইউ’র কাছে জিএসপি সুবিধা চান প্রধানমন্ত্রী

রেমিট্যান্স হ্রাস : একটি কৃত্রিম সংকট!