বাংলাদেশে বাড়ছে নতুন নতুন বিদেশি বিনিয়োগ

করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধসহ অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ থাকার পরও দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই)-এর পরিমাণ বাড়ছে। আসছে নতুন নতুন বিনিয়োগ প্রস্তাব।
অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার। স্থানীয় মুদ্রায় যা প্রায় ১১ হাজার কোটি টাকা।
এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ দশমিক ৬৫ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে নিট বিদেশি বিনিয়োগের অঙ্ক ছিল ১২৭ কোটি ডলার। ২০২০-২১ অর্থবছরে তা বেড়ে ১৭৭ কোটি ডলার হয়।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্যানুযায়ী, ২০২১ ও ২০২২ সালে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই হিসেবে বিডায় যে রেজিস্ট্রেশন হয়েছে, সেখানে সবার প্রথম চীন। প্রায় ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব এসেছে চীন থেকে।
এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগ প্রস্তাব এসেছে দক্ষিণ কোরিয়া থেকে, যার পরিমাণ প্রায় ১৬১ মিলিয়ন মার্কিন ডলার। তাছাড়া তুরস্ক, ইতালির উদ্যোক্তারাও বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন।
সংশ্লিষ্টরা জানান, ইতালির উদ্যোক্তারা তৈরি পোশাক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে জার্মানির পর দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানি হয় ইতালিতে।
তুরস্কের উদ্যোক্তারাও বাংলাদেশের তৈরি পোশাক, কৃষি, আইটি, ওষুধ উপকরণ, অটোমোবাইল, অটো পার্টসসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে বিডা।