ফের কামব্যাকের গল্প লিখে ফাইনালে রিয়াল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২৫, বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। শুরুতেই ডি বক্সের ভেতর থেকে ভিনিসিয়ুস জুনিয়রের নেওয়া শট পোস্টে লাগে। সেখান থেকে বল পেয়ে জোড়ালো শট করেন রদ্রিগো। তবে তা আটকে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার।

পিছিয়ে পড়েও ফিরে আসাকে শিল্পে পরিণত করেছে রিয়াল মাদ্রিদ। সম্প্রতি সময়ে ম্যাচে পিছিয়ে পড়েও রিয়ালের এমন ফিরে আসা বহুবার দেখেছে ফুটবল বিশ্ব। কামব্যাকের সেই গল্প আরও একবার লিখলো লস ব্লাঙ্কোরা। এতেই বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।


মে সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। ম্যাচে প্রথমে আলফানসো ডেভিসের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ম্যাচের শেষ দিকে বদলি নামা জোসেলুর জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোরা।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। শুরুতেই ডি বক্সের ভেতর থেকে ভিনিসিয়ুস জুনিয়রের নেওয়া শট পোস্টে লাগে। সেখান থেকে বল পেয়ে জোড়ালো শট করেন রদ্রিগো। তবে তা আটকে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার।

এরপরও বেশ কয়েকটি আক্রমণ করে রিয়াল। অন্যদিকে ম্যাচের ২৮ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন হ্যারি কেইন। তবে তা ঝাঁপিয়ে রক্ষা করেন রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন। গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।

বিরতি থেকে ফিরে গোলের আশায় মরিয়া হয়ে খেলতে থাকে রিয়াল। বেশকিছু আক্রমণ করলেও তা আটকে যায় নুয়্যারের কাছে। উল্টো ম্যাচের ৬৮ মিনিটে দারুণ এক গোল করে বায়ার্নকে এগিয়ে দেন আলফানসো ডেভিস।

এরপর বদলি হিসেবে মাঠে নামেন জোসেলু। ম্যাচের ৮৮ থেকে ৯১ এই তিন মিনিটের মাথায় দু'বার বায়ার্নের জালে বল পাঠান জোসেলু। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয়ে ফাইনালে পা রাখে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মোকাবিলা করবে রিয়াল। 

Share This Article

কৃত্রিম বুদ্ধিমত্তার বিরূপ প্রভাব ঠেকাতে আসছে আইন : প্রতিমন্ত্রী

সব ধরনের জঙ্গি-সন্ত্রাসবাদ পুলিশের নিয়ন্ত্রণে: আইজিপি

ইসরায়েলে অস্ত্র বহনকারী জাহাজকে নোঙর করতে দেয়নি স্পেন

জয় আমার হাতে চুমু দিয়েছে, সিনিয়র না হলে থাপড়াতাম: মিষ্টি

‘ফিরে এসেছিলাম বলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পেরেছি’

‘সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে’

বিএনপি পাকিস্তানের দোসর হয়ে জনগণকে শোষণ করত: আইনমন্ত্রী

সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ রোনালদো, তিনে মেসি

অবশেষে জানা গেল নরেন্দ্র মোদি কেন সংবাদ সম্মেলন করেন না

ডোনাল্ড লু'র যে বক্তব্যে কপালে চোখ সরকারবিরোধীদের!