লাকসামে বিশ্ব ব্যাংকের এলজিসিআরআরপি প্রশিক্ষণ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:০০, বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ২০ চৈত্র ১৪৩১

কুমিল্লার লাকসামে বিশ্ব ব্যাংকের উদ্যোগে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি) এর মাধ্যমে পৌরসভা পরিচালন ব্যবস্থায় এলজিসিআরআরপি বাস্তবায়নে সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) লাকসাম পৌরসভা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, বিশ্ব ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কো-অর্ডিনেটর সৈয়দ নূর আহম্মদ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় কুমিল্লার লাকসাম, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বরুড়া ও নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার মেয়র, প্যানেল মেয়র, এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, নগর দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি এবং পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিববৃন্দ অংশগ্রহণ করেন।


এতে প্রধান অতিথি ছিলেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article