রামপাল বিদ্যুৎ কেন্দ্রে এলো আরও ৫৩৬৩০ মেট্রিক টন কয়লা
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৫:৪১, রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ২৬ ভাদ্র ১৪৩০

বাগেরহাটের রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানি করা আরও ৫৩ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে দেশে এসেছে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি জেইল অব শহর’।
আমদানিকৃত এই কয়লার মধ্যে ২৪ হাজার মেট্রিক টন কয়লা চট্টগ্রাম বন্দরে খালাস করে লাইটার জাহাজে করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়েছে।
অবশিষ্ট ২৯ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় মোংলা বন্দরের পশুর চ্যানেরের হারবাড়িয়ায় নোঙ্গর করে। দুপুর থেকে মোংলা বন্দর চ্যানেল থেকে লাইটার জাহাজের মাধ্যমে এসব কয়লা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে নেয়ার কাজও শুরু হয়েছে। আমদানিকৃত এই কয়লা দিয়ে এমাসেই এই বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটি উদ্বোধন করার কথা রয়েছে।
বিষয়ঃ
বাংলাদেশ