বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ আশা জাগাচ্ছে : ভারতীয় গবেষক

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৬, শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১৪ শ্রাবণ ১৪২৯

২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস শেষ হতে আরও কয়েকদিন হাতে থাকতেই প্রবাসী আয়ে আশা জাগানিয়া বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি জুলাইয়ে দেশে ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠানোর প্রবাহ বাড়িয়েছে প্রবাসীরা।

বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহকে আশা জাগানিয়া বলেছেন ভারতীয় সিনিয়র সাংবাদিক ও গবেষক দীনেশ কে ভয়োরা।

সম্প্রতি অনলাইন ইএনই সাউথ এশিয়া শো'তে  এমনটি বলেছেন তিনি।

দীনেশ কে ভয়োরা বলেন, জুলাই মাস শেষ হতে আরও ক'দিন বাকি।  এরমধ্যে ১.৬৪ বিলিয়নেরও বেশি ডলার এসেছে। এই প্রবাহ অব্যাহত থাকলে মাস শেষের আগেই ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

বৈশ্বিক সংকটে সব কিছুর দাম বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি হয়েছিল বাংলাদেশের উপরে, প্রবাসীদের রেমিটেন্স পাঠােনোর গতিতে চাপ কিছুটা স্তমিত হবে বলে আশা প্রকাশ করেন এই গবেষক।

নিঃসন্দেহে ডলারের প্রবাহ বাড়ায় বাংলাদেশের জন্য ভালো খবরও বলেন তিনি।

বিষয়ঃ ভারত

Share This Article