বলিউড নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিই সেরা : কাজল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:১৫, শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪৩০

বলিউডের একাধিক সিনেমায় অভিনয় করলেও মূলত দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি। দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবেই মূলত পরিচিতি তৈরি করেছেন কাজল আগারওয়াল। সম্প্রতি বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তুলনা প্রসঙ্গে নিজেই বেশকিছু কঠিন কথা তুলে ধরেছেন কাজল। অভিনেত্রীর সাফ কথা, বলিউডের তুলনায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বেশি ‘গ্রহণযোগ্য এবং বন্ধুত্বপূর্ণ’। শৃঙ্খলা, মূল্যবোধ এবং নৈতিকতার দিক থেকেও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিকেই এগিয়ে রেখেছেন কাজল। দক্ষিণী ইন্ডাস্ট্রিই তার কাছে সেরা।

কাজল আগরওয়াল বলেন, ‘অনেকেই আছেন, যারা হিন্দিতে তাদের কর্মজীবন শুরু করতে চান। কারণ, এটি দেশব্যাপী স্বীকৃত ভাষা। তবে আমি বলতে চাই, দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। এটা ভীষণভাবেই গ্রহণযোগ্য। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দুর্দান্ত টেকনিশিয়ানস রয়েছেন, পরিচালক এবং দারুণ বিষয়বস্তু নিয়ে তেলুগু, তামিল, মালায়লাম এবং কন্নড় চারটি ভাষায় সিনেমার তৈরি হচ্ছে।’

কাজল আগরওয়াল আরও বলেন, ‘হিন্দি আমার মাতৃভাষা। আমরা হিন্দি সিনেমা দেখে বড় হয়েছি। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ইকো-সিস্টেম, নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা সবকিছুই হিন্দি সিনেমার থেকে অনেক এগিয়ে। হিন্দি সিনেমায় এটার বড় অভাব।’

কাজলের জানান, তিনি মুম্বাইয়ে বড় হয়েছেন, হিন্দি বলেই তিনি বড় হয়েছেন। তবে বাড়ি বলতে তিনি হায়দ্রাবাদকেই বোঝেন। প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লক্সমী কল্যাণম’ সিনেমার হাত ধরে তেলুগু সিনেমার দুনিয়ায় পা রাখেন তিনি। পরবর্তী সময়ে ‘মাগধীরা’, ‘আরিয়া ২’ এর মত হিট চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। অজয় দেবগনের বিপরীতে রোহিত শেট্টির ‘সিংহাম’ সিনেমার জন্য তিনি বেশ জনপ্রিয়তা পান। খুব শীঘ্রই কমল হাসানের বিপরীতে ‘ইন্ডিয়ান-২ সিনেমাতে দেখা যাবে তাকে।’


সূত্র : হিন্দুস্তান টাইমস

বিষয়ঃ তারকা

Share This Article

‘প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা’

মার্কিন হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান-পাকিস্তানের

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে পাকিস্তানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

পাটশিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে : নানক

বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা

উপপ্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভ

রাশিয়ায় দুর্নীতির অভিযোগে উপপ্রতিরক্ষামন্ত্রীকে গ্রেপ্তার

ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

উত্তপ্ত মধুখালী, পুলিশের ওপর হামলা, সংঘর্ষে প্রাণ নাশ!

উত্তপ্ত মধুখালী: বহিরাগতদের আনাগোনা, পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে কারা?