হেরোইনসহ মামা-ভাগ্নে আটক

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২২, মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯

মানিকগঞ্জের সিংগাইরে পুলিশের ওপর হামলায় জেলা পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এ ঘটানায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। তারা সম্পর্কে মামা-ভাগ্নে হন।আহতরা হলেন, উপ-পরিদর্শক আসাদ মিয়া, কনস্টেবল সাদেক আলী, শরীফুল ইসলাম, ইব্রামিক মিনা, রাসেল মিয়া ও কনস্টেবল তানভীর ভূইয়া।

আটককৃতরা হলেন, সিংগাইর উপজেলার পূর্বভাকুম জয়মন্ডপ ইউনিয়নের এলাকার লিচু ফকিরের ছেলে মো. শাহীনুর রহমান (৩৪) এবং একই এলাকার মৃত আরশাদ আলী ছেলে সুজাত হোসেন (৩০)। তারা সর্ম্পকে মামা-ভাগ্নে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন এসব তথ্য জানান।

পুলিশ জানান, গতকাল সোমবার বিকেলে সিংগাইর উপজেলার পূর্বভাকুম এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ মো.শাহীনুর রহমানকে আটক করা হয়। আটকের সময় ভাগ্নে সুজাত হোসেন, সুজাতের মা আসমা বেগম, স্ত্রী লিপি আক্তার ও শাহীনুর রহমানের ভাই আহাদুল নুরসহ বেশ কয়েকজন পুলিশের ওপর হামলা চালায়। এরপর পুলিশ ধাওয়া করলে সুজাতকে আটক করতে সক্ষম হন পুলিশ।

ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আহত পুলিশ সদস্যরা বাসায় চিকিৎসাধীনে রয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ায় এবং মারধরের ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে এসআই আসাদ মিয়া বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেছেন।

বিষয়ঃ অভিযান

Share This Article

কোনো প্রার্থীর প্রচারে থাকলে এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা: ইসি আলমগীর

‘প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা’

মার্কিন হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান-পাকিস্তানের

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে পাকিস্তানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

পাটশিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে : নানক

বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা

উপপ্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভ

রাশিয়ায় দুর্নীতির অভিযোগে উপপ্রতিরক্ষামন্ত্রীকে গ্রেপ্তার

ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

উত্তপ্ত মধুখালী, পুলিশের ওপর হামলা, সংঘর্ষে প্রাণ নাশ!