লক্ষ্মীপুরে মাদক মামলায় যুবকের ৫ বছর কারাদণ্ড

লক্ষ্মীপুরের রায়পুরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ইসমাইল হোসেন লিমনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লিমন রায়পুর পৌরসভার দক্ষিণ কেরোয়া এলাকার জাকির হোসেন লিটনের ছেলে।
আদালতের পিপি জসিম উদ্দিন বলেন, ২০১৮ সালের ২১ মে রায়পুর ল্যাংড়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে লিমনকে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় একই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লিমনের বিরুদ্ধে মামলা করেন রায়পুর থানার এসআই জামশেদ আহমে। পরদিন তাকে আদালতে সৌপর্দ করা হয়। ২০১৮ সালের ২৩ জুন আদালতে লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আ ন ম এরশাদ দৌলা। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় দেয় আদালত।