রোজায় ওমরাহ পালনে সৌদির নির্দেশনা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৫১, সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯

বিশ্বব্যাপী মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই মাসে সৌদি আরবে ওমরাহ পালনে মুসল্লিদের ঢল নামে। এ নিয়ে রোজার মাসে ওমরাহ পালনে মুসল্লিদের জন্য নতুন দিক নির্দেশনা আরোপ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর গালফ নিউজের।

 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রোজার মাসে মুসল্লিরা দ্বিতীয়বার ওমরাহ পালন করতে পারবেন না। যে কেউ এ পবিত্র মাসে শুধু একবার পবিত্র ওমরাহ পালন করতে পারবেন।

এর কারণ হিসেবে বলা হয়েছে, এই মাসে সকল মুসল্লিরা যেন ওমরাহ স্বস্তি ও স্বাচ্ছন্দ্যে পালন করতে পারেন তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ।

এ ছাড়া সৌদির এ মন্ত্রণালয় জানিয়েছে, যারা ওমরাহ পালন করতে চান তাদের নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদন নিতে হবে। সেই সঙ্গে নির্দিষ্ট সময় মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

Share This Article