ফরিদপুরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

  জেলা সংবাদদাতা
  প্রকাশিতঃ রাত ০৯:০৩, মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

ফরিদপুরে মাদক মামলায় মো. নুরুজ্জামান মোল্লা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি সানোয়ার হোসেন বলেন, ২০১৫ সালের ২০ মার্চ রাতে ফরিদপুর শহরে টহল ডিউটি করছিল র‌্যা-৮ এর একটি দল। রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঝিলটুলী মহল্লা এলাকার পুরাতন পাসপোর্ট অফিসের মোড় থেকে মো. নুরুজ্জামান মোল্লাকে ১৪০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করেন র‌্যাব-৮ এর ডিএডি মো. লুৎফর রহমান। একই বছরের ২৫ এপ্রিল নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার এসআই কাজী মাসুদ রানা। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেয় আদালত।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article