হিলিতে টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩১, শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৪ চৈত্র ১৪২৯

সীমান্তঘেঁষা দিনাজপুরের হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রমজানের আগে তেল, ডাল, চিনি ও ছোলা স্বল্প মূল্যে পেয়ে খুশি সীমান্তবর্তী এলাকার নিম্ন আয়ের মানুষেরা। তবে এবার প্যাকেজের সাথে ১ কেজি ছোলা যুক্ত হওয়ায় আগের থেকে প্রতিটি প্যাকেজ মূল্যে দাম বেড়েছে ৫০ টাকা।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় হিলি চার মাথা এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন। এ সময় ডিলার আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, ‘সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এবার উপজেলার ১০,৫৭১ জনকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকা দরে ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার তেল ও ১ কেজি ছোলা দেওয়া হচ্ছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article