ঘরে আগুনে পুড়ে মরলেন বৃদ্ধা
জেলা সংবাদদাতা
প্রকাশিতঃ সকাল ১০:১০, শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৪ চৈত্র ১৪২৯

দিনাজপুরে আগুনে পুড়ে জাহানারা বেগম (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে সদর উপজেলার ঢাডিশাইল গ্রামে এ ঘটনা ঘটে। জাহানারা বেগম ওই গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
নিহতের ছেলে জাহাঙ্গীর আলম জানান, রাত আনুমানিক ২টার দিকে বাড়িতে আগুন লাগে। টিনের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আমার মা ঘরে আটকা পড়েন। প্যারালাইসিস রোগী হওয়ায় তিনি ঘর থেকে বের হতে পারেননি। সেখানেই তিনি আগুনে পুড়ে মারা যান। তার শরীরের হাড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই। বাড়ির কোনো কিছুই রক্ষা করতে পারিনি।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।