কলেজছাত্রসহ অপহৃত হওয়া ৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকা থেকে অপহৃত কলেজছাত্রসহ সাতজনকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় জাহাজপুরা পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার সকালে পাহাড়ে কাজ করতে গেলে অপহরণকারী চক্রের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিয়ে যায়। খবর পাওয়া মাত্র পুলিশ তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখেন।
উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন, জুহুর আলমের ছেলে জানে আলম, জাবেরুল ইসলাম, হায়দর আলীর ছেলে বশির আহাম্মদ ও লেইট্যা, মৃত বশির আহাম্মদের ছেলে ফজল করিম, ইসহাক চৌকিদারের ছেলে ও টেকনাফ সরকারি কলেজের ছাত্র গিয়াস উদ্দিন এবং নজির আহাম্মদের ছেলে আরিফ উল্লাহ।
টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম জানান, সাতজনকে উদ্ধারের বিষয়ে শনিবার পুলিশ সুপার আনুষ্ঠানিক ব্রিফিং করে জানাবেন। তবে দীর্ঘ অভিযানের পর তাদের উদ্ধার করা হয়েছে।