নিজের বোল্ড ছবি নিয়ে যা বললেন নিপুণ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫৪, শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৪ চৈত্র ১৪২৯

মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে বোল্ড অবতারে নিজের একটি ছবি পোস্ট করেন চিত্রনায়িকা নিপুণ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কোনো ছবিতে এমন লুকে নিপুনকে তেমন একটা দেখা যায়নি। ফলে তার বোল্ড ছবি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

 

শর্ট গাউন পরা সেই ছবিটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘গুড নাইট।’ সেই পোস্টের নিচে অনেকেই নানারকম মন্তব্য করেছেন। তাদের মধ্যে অন্যতম একজন চিত্রনায়ক ওমর সানী। তিনি বিস্ময় প্রকাশ করে লেখেন, ‘বুঝলাম না’।

অনেক প্রশ্নের পর অবশেষে নায়িকা জানালেন, এটি তার নতুন একটি সিনেমার স্ক্রিন টেস্টের ছবি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় দেশের নতুন ওটিটি প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিপুণ। সেখানেই তার কাছে সেই ফটোশুট সম্পর্কে জানতে চান সংবাদকর্মীরা। জবাবে নিপুণ বলেন, মাসখানেক আগে কলকাতায় এই ফটোশুট করেছিলাম। একটি সিনেমার জন্য স্ক্রিন টেস্ট দিয়েছি। চরিত্র অনুযায়ী শুট করেছিলাম। এই ছবি তখনকার।

তবে সেই সিনেমা নিয়ে আপাতত মুখ খুলতে চাননি তিনি। নিপুন বলেন, আমার বলা বারণ আছে। সারপ্রাইজ হিসেবে থাকুক।

বিষয়ঃ তারকা

Share This Article

‘বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি স্থাপন গৌরবময় অধ্যায়ের সূচনা’

২৫ মার্চের প্রথম ব্যারিকেড এক বীরত্বের ইতিহাস: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির আন্দোলন:সত্য হলো যে সন্দেহ!

পশ্চিমাদের উচিত বাংলাদেশে হওয়া গণহত্যার স্বীকৃতি দেওয়া: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদকের ঠাঁই নেই: ডেপুটি স্পিকার

বাসযোগ্য ঢাকার জন্য নাগরিকদের সচেতনতা জরুরি: স্থানীয় সরকারমন্ত্রী

প্রতিটি ছবিরই একটি নিজস্ব ভাষা রয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নাইকো দুর্নীতি মামলা: সাজা হতে পারে বেগম জিয়ার!

একতরফা নির্বাচনের গল্প ও বাস্তবতা: দায় কার?

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৩ জন