চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ আটক ৩

  জেলা সংবাদদাতা
  প্রকাশিতঃ সকাল ০৯:৩২, শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৪ চৈত্র ১৪২৯

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পশ্চিম মোহরার দেওয়ান মহসিন রোডের সোলেমান কলোনি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন বেতাগী মির্জাগীল গ্রামের মানিকের বাড়ির আবছারের ছেলে মো. মানিক (২৩), চন্দ্রঘোনা খন্দকার পাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে বেলাল হোসেন ও ভোলা জেলার লালমোহন থানাধীন ফুলবাগিচা গ্রামের দেওয়ান কান্তি ৬ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে মো. মাঈনুদ্দিন (২২)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মোহরা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজ, একটি টিপ ছোরা ও একটি রামদা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। পরে তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article

‘বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি স্থাপন গৌরবময় অধ্যায়ের সূচনা’

২৫ মার্চের প্রথম ব্যারিকেড এক বীরত্বের ইতিহাস: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির আন্দোলন:সত্য হলো যে সন্দেহ!

পশ্চিমাদের উচিত বাংলাদেশে হওয়া গণহত্যার স্বীকৃতি দেওয়া: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদকের ঠাঁই নেই: ডেপুটি স্পিকার

বাসযোগ্য ঢাকার জন্য নাগরিকদের সচেতনতা জরুরি: স্থানীয় সরকারমন্ত্রী

প্রতিটি ছবিরই একটি নিজস্ব ভাষা রয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নাইকো দুর্নীতি মামলা: সাজা হতে পারে বেগম জিয়ার!

একতরফা নির্বাচনের গল্প ও বাস্তবতা: দায় কার?

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৩ জন