দেশের সক্ষমতা তুলে ধরতেই বিজনেস সামিট: এফবিসিসিআই

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৪৮, মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ২৯ ফাল্গুন ১৪২৯

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, বিনিয়োগের জন্য নয়, বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতেই আন্তর্জাতিক বিজনেস সামিটের আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক বিজনেস সামিট নিয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

 

এফবিসিসিআই সভাপতি বলেন, ৪৬০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ এটা। আমরা বিশ্বের সামনে আমাদের দেশকে নতুনভাবে তুলে ধরেছি। এর আগে আমাদের ১০০ ইকোনমিক জোন ছিল না, ২৮টি হাইটেক পার্ক ছিল না। এখন আমাদের এগুলো আছে। বিনিয়োগের পরিবেশ আছে। পদ্মাসেতুর কারণে জিডিপি বেড়েছে, আরও অনেক মেগা প্রকল্প চালুর অপেক্ষায়।
মো. জসিম উদ্দিন বলেন, সামিটের সেশনে আমরা আমাদের সক্ষমতা যখন তুলে ধরছিলাম তখন সৌদি ৫৬ সদস্যের ডেলিগেট আমাদের প্রশংসা করেন। তাদের সামনে ইকোনমিক জোনগুলোকে তুলে ধরেছিলাম যে, সেখানে দেশি-বিদেশি বিনিয়োগ আসছে। সাথে সাথে তারা বিনিয়োগ করবে বলে আমাদের আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, আমরা ও সৌদি আরব মিলে চেম্বার হবে, আগামী ১৫ দিনের মধ্যে এর অগ্রগতি জানাবে উভয় দেশ। তাদের সাথে আমাদের চারটি এমওইউ সাক্ষর হয়েছে এবারের সামিটে। যেগুলোর মধ্যে রয়েছে সুগার মিল করা, বিদ্যুতে বিনিয়োগ, খুলনায় সার কারখানা ও শিক্ষা বিষয়ে চুক্তি সই হয়েছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


টিসিবির জন্য কেনা হচ্ছে ৩৪৫ কোটি টাকার তেল-ডাল

আজ থেকে টিসিবির পণ্য বিক্রয় শুরু, কার্ড ছাড়াও কেনা যাবে নিত্য পণ্য

কাল থেকে ৫০ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার

গতি ফিরছে প্রবাসী আয়ে, ১০ দিনে এলো ৭৯ কোটি ডলার

সরকার বিরোধী এজেন্ডা বাস্তবায়ন: সহিংসতার জেরে ২০০ পোশাক কারখানা বন্ধ!

বেশি দামে বাংলাদেশি পোশাক কিনবে বৈশ্বিক ক্রেতারা

সোনার দাম বেড়ে নতুন রেকর্ড

আয়কর সেবা মাস শুরু

হিমাগারে ২৬-২৭ টাকায় আলু বিক্রি নিশ্চিতে ডিসিদের নির্দেশ

অবরোধের প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে, চলছে আমদানি-রপ্তানি

এলডিসি থেকে উত্তরণের পর ইইউ’র কাছে জিএসপি সুবিধা চান প্রধানমন্ত্রী

রেমিট্যান্স হ্রাস : একটি কৃত্রিম সংকট!