২০ ঘণ্টা পর তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

  জেলা সংবাদদাতা
  প্রকাশিতঃ সকাল ০৯:৩৯, রবিবার, ১২ মার্চ, ২০২৩, ২৭ ফাল্গুন ১৪২৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ২০ ঘণ্টা পর রোববার ভোর সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

এর আগে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় ইউনিটেক্স গ্রুপের তুলার গুদামে এ ঘটনা ঘটে। তবে রাতভর আগুন নিয়ন্ত্রণে কাজ করে যৌথ বাহিনীর ২২টি ইউনিট।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, রোববার ভোরে সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ধোঁয়া আছে শুধু, এখনো আমরা পানি ছিটাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি নির্বাপণ হয়ে যাবে বলে আশা করি।

ফায়ার সার্ভিস জানায়, পানি সংকট ও তুলা দাহ্য পদার্থ হওয়ায় নিয়ন্ত্রণে সময় লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ যৌথ বাহিনীর ২২টি ইউনিট একযোগে কাজ করায় বিপুল পরিমাণ পানির প্রয়োজন হয়। এতে আশেপাশের সব জলাশয় শুকিয়ে যায়। শেষ হয়ে আসে কিছু দূরের পুকুর, খাল ও ন্যামসন কন্টেইনার ডিপোর রিজার্ভারও। এমন পরিস্থিতিতে বাড়বকুণ্ড, ভাটিয়ারী ও চট্টগ্রাম সেনানিবাস এলাকা থেকে আগুন নির্বাপণে প্রয়োজনীয় পানির জোগান দেওয়া হয়।

সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, রোববার ভোরে সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ধোঁয়া শুধু আছে। আমরা এখনও পানি ছিটাচ্ছি। আশা করি কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি নির্বাপণ হয়ে যাবে।

কুমিরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ চৌধুরী জানান, গুদামে প্রায় এক সপ্তাহ ধরে ওয়েল্ডিয়ের কাজ চলছিল। কাজের সময় স্ফুলিঙ্গ থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


ছুটির দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

পরিষ্কার হলো বাইশটেকি-জয়নগর খাল, স্থানীয়দের স্বস্তি

বিএনপিকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না: নিখিল

আমি মনে করি নির্বাচন সফল হবে: আইনমন্ত্রী

প্রয়াত মেয়র আনিসুল হকের সমাধিতে ডিএনসিসির শ্রদ্ধা

ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

রংপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন তৃতীয় লিঙ্গের রানী

পিরোজপুরে কৃষকদের দক্ষতা বাড়াতে বাস্তবায়িত হচ্ছে ২টি প্রকল্প

স্ত্রী সন্তানদের হাত থেকে বাঁচতে ৯৯৯ এ কল দিয়ে নিজেই গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটের সাতজনের মৃত্যুদণ্ড

রাতের আঁধারে খাগড়াছড়িতে ৬ যানবাহন ভাঙচুর