সুনামগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
জেলা সংবাদদাতা
প্রকাশিতঃ বিকাল ০৪:৪৯, বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ২৪ ফাল্গুন ১৪২৯

ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জামালগঞ্জে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী জালাল উদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত জালাল সুনামগঞ্জ সদর উপজেলার ইচ্ছারচন গ্রামের মো ছুবান মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।
মামলার বিবরণ দিয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন বলেন, বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী সামিয়া বেগমের সঙ্গে ঝগড়া লেগে থাকতো জালালের। ২০২০ সালের ৩০ অক্টোবর রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে সামিয়াকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। মামলার পর দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত।
বিষয়ঃ
বাংলাদেশ