চট্টগ্রামে জামায়াতের ৩০ নেতাকর্মী আটক
জেলা সংবাদদাতা
প্রকাশিতঃ সকাল ১০:০৯, রবিবার, ৫ মার্চ, ২০২৩, ২০ ফাল্গুন ১৪২৯

চট্টগ্রাম জামায়াতের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে নগরের জামালখান এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা। তিনি জানান, নগরের জামালখান এলাকার একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক করছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ৩০ নেতাকর্মীকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের রাত সাড়ে ১১টা পর্যন্ত কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা।
বিষয়ঃ
জামায়াত