রোহিঙ্গা ক্যাম্পে মসজিদের ইমামকে শ্বাসরোধে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মৌলভী সামসু আলম নামে এক মসজিদের ইমামকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে গত চারদিনে গোলাগুলিতে দুই রোহিঙ্গা শিশু আহত ও সেলিম নামে এক সাব-মাঝি নিহত হয়েছেন।
শনিবার ভোর ৫টার দিকে উখিয়ার ক্যাম্প-২০ এর পাহাড়ি এলাকার একটি খালের কাছ থেকে সামসুর মরদেহ উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। নিহত ৩৮ বছর বয়সী সামসু আলম উখিয়ার কুতুপালং ক্যাম্পের মিয়া চাঁনের ছেলে। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন রশীদ জানান, ফজরের নামাজ পড়াতে বাসা থেকে বের হন মৌলভী সামসু আলম৷ নামাজের পর তিনি আর ফেরেননি। পরে পাহাড়ি খালের পাশে একটি মরদেহ দেখে পুলিশে খবর দেন লোকজন। এরপর মরদেহটি শনাক্ত করেন স্বজনরা।
তিনি বলেন, সামসু ও তার পরিবারের সদস্যরা বিতর্কিত আরসার এক গ্রুপের সঙ্গে যুক্ত বলে খোঁজ নিয়ে জেনেছি। এসব কারণে হয়তো তিনি হত্যার শিকার হয়েছেন। সামসুর মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।