রোহিঙ্গা ক্যাম্পে ৬ আরসা সদস্য আটক

কক্সবাজারের উখিয়ায় আরসার ছয় সদস্যকে আটক করেছে র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)। বৃহস্পতিবার রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন- মোহাম্মদ আরব (২৪), মোহাম্মদ নূর (৩১), মোহাম্মদ ইউনুছ (৩৩), হারুন (২৮), হাফিজুল আমিন (২৫) ও মো. মীর কাশিম হামিদ হোসেন (২২)। এর মধ্যে মোহাম্মদ আরবের কাছ থেকে দেশি বন্দুক ও অন্য দুজনের কাছ থেকে তিনটি গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, উখিয়ার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা রোহিঙ্গা আবুল ফয়েজের দোকানের সামনে যৌথ অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আরসার সদস্যদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অবৈধ দেশি অস্ত্র ও গুলি দিয়ে রোহিঙ্গা এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালানোর কথা স্বীকার করেছেন।