যুবরাজ একজন সাইকোপ্যাথ; সাবেক গোয়েন্দা প্রধান সাদ আল-জাবরি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:১১, বুধবার, ১৩ জুলাই, ২০২২, ২৯ আষাঢ় ১৪২৯

সৌদি আরবের সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানকে ‘সাইকোপ্যাথ’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক গোয়েন্দা প্রধান সাদ আল-জাবরি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরের মাত্র দিন কয়েক বাকি আছে। তার আগেই সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

আল-জাবরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিপুল সম্পদের কারণে যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন পশ্চিমা বিশ্বে এমবিএস নামে পরিচিত এ যুবরাজ। তার বিপুল সম্পদ আছে এবং তিনি একজন খুনি।’

তার ভাষায়, ভাড়াটে খুনিদের একটি হিংস্র চক্রও পরিচালনা করেন সৌদি এ যুবরাজ। যার নাম টাইগার স্কোয়াড। অপহরণ ও হত্যায় এ চক্রকে ব্যবহার করা হচ্ছে।

আল-জাবরি আরও বলেন, ‘মধপ্রাচ্যের একজন সাইকোপ্যাথ ও খুনিকে নিয়ে হুঁশিয়ারি করতেই আমি এখানে এসেছি। সে তার নিজের নাগরিক, আমেরিকা ও পুরো গ্রহের জন্য হুমকিতে পরিণত হয়েছে।’

সাবেক সৌদি এ গোয়েন্দা প্রধানের সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়েছে রোববার। তিনি বলেন, ‘যুবরাজ এমন একজন সাইকোপ্যাথ, যার কোনো সহমর্মিতা নেই। আমি তার নৃশংসতা ও অপরাধ দেখেছি। এ হত্যাকারী বহু অপরাধ করেছে।’

সৌদিতে সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের দীর্ঘ সময়ের উপদেষ্টা ছিলেন আল-জাবরি। ২০১৭ সালের জুনে নায়েফকে সরিয়ে দিয়ে তার জায়গায় এমবিএসকে বসানো হয়েছে।

এরপর জীবনের ভয়ে নিজ দেশ ছেড়ে কানাডায় পালিয়ে যান আল-জাবরি। সেখানে তিনি নির্বাসিত জীবন যাপন করছেন। তার অভিযোগ, ২০১৮ সালে তাকে হত্যায় একটি হিট-স্কোয়াড পাঠিয়েছিল যুবরাজ। যে কারণে ওয়াশিংটন ডিসির আদালতে মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলাও ঠুকেছেন তিনি।

একদিন তিনিও ওই যুবরাজের হত্যার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন। তিনি বলেন, ‘সৌদি সরকার ও রাজ পরিবারের বিপুল স্পর্শকাতর তথ্য তার কাছে আছে। কাজেই আমাকে নিহত না-দেখা পর্যন্ত তারা শান্ত হবে না।’

Share This Article


গাজায় মানবিক সাহায্য আরও দ্রুত পাঠানোর আহ্বান

গাজায় বেসামরিক মৃত্যুর সংখ্যা ‘অত্যধিক বেশি’: যুক্তরাষ্ট্র

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের

দুর্ঘটনার আগে সংকেত পাঠিয়েছিল জাহাজটি

৫০ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায়

ইস্তানবুলে নতুন যুগ সূচনার অঙ্গীকার এরদোগানের

মস্কোতে আটক হামলাকারীদের মধ্যে ২ জনের দায় স্বীকার

সিরিয়ায় ট্রাফল সংগ্রহের সময় আইএসের হামলা, নিহত ১১

রাফাহতে ইসরায়েলি হামলা হবে ‘বড় ভুল’: কমলা হ্যারিস

না খেতে পেয়ে গাজায় ইসরায়েলি জিম্মির মৃত্যু

৬ লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় হামলা

সৌদি আরবে ঈদের ছুটি টানা ছয় দিন