খুলনায় ছাত্রলীগ সভাপতির বাড়ির সামনে মিলল বোমাসদৃশ বস্তু উদ্ধার
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ সকাল ১১:১০, মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৩১ জ্যৈষ্ঠ ১৪২৯

খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারের বাড়ির সামনে থেকে বোমাসদৃশ ৬টি বস্তু উদ্ধার করেছে রূপসা থানা পুলিশ। সোমবার রাতে রূপসা উপজেলার সিংহেরচর এলাকার বাড়ির সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়।
ছাত্রলীগ নেতা পারভেজ হাওলাদার জানান, ৩ জন ব্যক্তি আমাদের বাড়ির সামনে কয়েকটি বোমাসদৃশ বস্তু নিয়ে আসে। তখন মসজিদ থেকে মুসল্লিরা বের হচ্ছিলেন। মুসল্লিদের দেখতে পেয়ে ওই তিনজন আমার বাড়ির সামনে বোমসদৃশ বস্তু ৬টি রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন বোমাসদৃশ বস্তুগুলো দেখে থানায় খবর দেয়।
রূপসা থানার ওসি সরকার মোশারফ হোসেন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তারা বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করেছেন। এরপর সেগুলো পানিভর্তি বালতিতে রেখে দেওয়া হয়েছে। এগুলো আসলে কী তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না।
বিষয়ঃ
ছাত্রলীগ