দ্বিতীয় দিনেও চলছে পশু কুরবানি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৪২, সোমবার, ১১ জুলাই, ২০২২, ২৭ আষাঢ় ১৪২৯

দ্বিতীয় দিনেও রাজধানী ও জেলা শহরগুলোতে পশু কুরবানি করতে দেখা গেছে।

 

মূলত কসাই স্বল্পতাসহ নানা কারণে প্রথম দিনে যারা কুরবানি করতে পারেননি তাদের অনেকেই আজ কুরবানি করছেন। কারও কারও ক্ষেত্রে অবশ্য, দ্বিতীয় দিনে কুরবানি করা পারিবারিক রীতি। যদিও গতকালের তুলনায় এর সংখ্যা অনেক কম।

 

আবার যারা গতকাল গরু কুরবানি করেছেন আজ তাদের অনেকে খাসি কুরবানি করছেন।

বিভাগীয় ও জেলা শহরে কুরবানির নির্দিষ্ট স্থান না থাকায় দ্বিতীয় দিনেও অধিকাংশই বাড়ির আঙিনায় বা সামনের সড়কে কুরবানি দিয়েছেন। এদিকে রাতের মধ্যে বিভাগীয় শহর থেকে অপসারণ করা হয়ে হয়েছে ঈদের দিনে কুরবানি করা অধিকাংশ পশুর বর্জ্য।

আর ঢাকার বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই পরিস্কার করা হয়েছে

 

 

Share This Article