ভারতে করোনার নতুন ধরন পাওয়া গেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:০৫, বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ২৩ আষাঢ় ১৪২৯

ভারতে করোনাভাইরাসের আরও একটি নতুন ধরন পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ধরনটি ওমিক্রনের নতুন সাব-ভেরিয়েন্ট ‘বিএ টু সেভেনটি ফাইভ’। সংস্থাটির মহাপরিচালকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

 

বুধবার (৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও'র মহাপরিচালক ত্রেদোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ‘ইউরোপ ও আমেরিকায় এখন করোনার বিএ ফোর এবং বিএ ফাইভ ধরনের ঢেউ চলছে। এরই মধ্যে ভারতে ওমিক্রনের আরেকটি উপ-ধরন পাওয়া গেছে, যার নাম বিএ টু সেভেনটি ফাইভ। এই নতুন ধরনটিকে আমরা পর্যবেক্ষণ করছি।’

সংস্থার মহাপরিচালক আরও বলেছেন, ‘গত দুই সপ্তাহে বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ৩০ শতাংশ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি উপ-অঞ্চলের মধ্যে ছারটিতেই গত সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে।’

ভারতে পাওয়া নতুন এ ধরন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন টুইটারে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, বিএ টু সেভেনটি ফাইভ সাব-ভেরিয়েন্টটি প্রথমে ভারতে পাওয়া গেছে। পরে আরও ১০টি দেশে এ ধরনের ওমিক্রন ভাইরাস পাওয়ার খবর পেয়েছি আমরা।

সৌম্য স্বামীনাথন আরও বলেন, ‘এই উপ-ধরন কতটা ভয়ংকর তা এখনো স্পষ্ট নয়। তবে এর মধ্যে ধরন পাল্টানোর বৈশিষ্ট্য (মিউটেশন) আছে বলে মনে হচ্ছে। আরও পর্যবেক্ষণ এবং পরীক্ষা ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না। সুতরাং আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’

Share This Article

যেকারণে ইমাম-মুয়াজ্জিনগণ সমর্থন দিলেন খোকন সেরনিয়াবাতকে

ধর্মকে পুঁজি করে নাগরিকদের সঙ্গে প্রতারণা করছেন অনেকে: খোকন সেরনিয়াবাত

নির্বাচন প্রক্রিয়ায় জড়িত ৯০ শতাংশ ব্যক্তিরই যুক্তরাষ্ট্রের ভিসার প্ৰয়োজন নেই!

ভিন্ন দেশ ও জাতি-গোষ্ঠীর মাঝে আলোড়ন তুলেছে ৭ই মার্চের ভাষণ!

ফয়জুল করিমকে নয়, খোকন সেরনিয়াবাতকে সমর্থন দিলেন ছারছিনা পীর !

২০০০ টাকার কর বিভ্রান্তি: না বুঝেই প্রতিক্রিয়ায় সয়লাব ফেসবুক!

বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে ভিসা নীতি: তথ্যমন্ত্রী

করফাঁকি: কূটকৌশল খাটিয়েও নিস্তার পেলেন না ড. ইউনূস

মিথ্যে আশ্বাস দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন চরমোনাই পীর!

মুরিদদের ভয় দেখিয়ে স্ত্রীদের নির্বাচনী মাঠে নামিয়েছেন চরমোনাই পীর!