নৌপথেও মোটরসাইকেল পরিবহন বন্ধ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫১, বুধবার, ৬ জুলাই, ২০২২, ২২ আষাঢ় ১৪২৯

আসন্ন কোরবানির ঈদের সময় নৌপথেও মোটরসাইকেল পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 নৌপথে অর্থাৎ লঞ্চ অথবা ফেরিতে মোটরসাইকেল পরিবহন বন্ধের আদেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থা বিআইডব্লিউটিএ। এরই মধ্যে সিদ্ধান্ত কার্যকর হয়ে গেছে। আগামী ১১ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। অর্থাৎ ঈদের পর আরও পাঁচ দিন লঞ্চে বা ফেরিতে করে বাইক পরিবহন করা যাবে না।

বুধবার (৬ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এরই মধ্যে সিদ্ধান্ত কার্যকর হয়ে গেছে। আগামী ১১ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। অর্থাৎ ঈদের পর আরও পাঁচ দিন লঞ্চে বা ফেরিতে করে বাইক পরিবহন করা যাবে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত ১২ জুন। আর সেটি কার্যকর হয়েছে ২৪ দিন পর।

এর আগে সড়ক পরিবহন ও সেতু বিভাগ ঈদের আগে ও পরে মোট ৭দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এই ঘোষণার মাধ্যমে ৭ জুলাই থেকে ১৩ জলাই পর্যন্ত সড়ক-মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। 

এই দুই আদেশের কারণে ঈদে এবার বাইকে করে বাড়ি ফেরার সব পথ বন্ধ হয়ে গেলো। সিদ্ধান্তটি বাইকারদেরকে তীব্রভাবে অসন্তুষ্ট করেছে। গত ঈদে লাখো মানুষ বাইক নিয়ে বাড়ি ফেরে।

Share This Article


জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিকটাত্মীয়দের হক নষ্ট করে শত কোটি টাকার সম্পদ গড়েন চরমোনাই পীর ফয়জুল করিম!

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীতে প্রচারণায় এগিয়ে নৌকা, অন্য মেয়র প্রার্থীদের পোস্টারও নেই

চরমোনাই পীরের ভণ্ডামি ফাঁস করলেন ইসলামী বক্তা!

এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা

দেশে খাদ্য মজুত ১৬ লাখ মেট্রিক টন: প্রধানমন্ত্রী

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা শুরুই করেছিল জিয়াউর রহমানের বিএনপি : প্রধানমন্ত্রী

জাতীয় ‘আমরা অবহেলিত ছিলাম, পাকিস্তান সৃষ্টি হয়েছিল বাঙালিদের দ্বারা’

পুরান ঢাকার ডিআইটি পুকুর দখলমুক্ত করা হবে: মেয়র তাপস

বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আমুর সেই বক্তব্যের বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী