ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের ‘রহস্যজনক’ মৃত্যু বেড়েই চলছে

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার বলা হয়েছে, মোহাম্মদ আবদুস নামে তাদের একজন কর্মী রোববার দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেছেন।
গত কয়েকদিন ধরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে এবার আরও একজনের নাম যুক্ত হলো।
বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেমনান প্রদেশে মোহাম্মদ আবদুস দায়িত্ব পালনরত অবস্থায় রোববার সন্ধ্যায় শহিদ হন।
বিবৃতি শুধু বলা হয় আবদুস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মী। এর বেশি কিছু জানানো হয়নি।
তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এর আগে আবদুসকে নিয়ে যে রিপোর্ট করা হয় সেটির সঙ্গে বিবৃতিটি পুরোপুরি সাংঘর্ষিক।
ইরানের গণমাধ্যম জানিয়েছিল, মোহাম্মদ আবদুস রেভ্যুলেশনারী গার্ডের সদস্য।
রেভ্যুলশনারী গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মোহাম্মদ আবদুস এবং আলী কামানি নামে আরেকজন ব্যক্তি নিহত হন। তারা দুইজনই রেভ্যুলেশনারী গার্ডের এরোস্পেস ইউনিটে ছিলেন।
এর আগে ২২ মে রেভ্যুলেশনারী গার্ডের কর্নেল সাঈদ খোদাই রাজধানী তেহনারে গুলিতে নিহত হন। ইরান এই হত্যাকান্ডের জন্য ইসরাইলকে দায়ি করেছিল।
ইরান দাবি করে, ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনার ওপর হামলা ও ইরানের সামরিক কর্মকর্তাদের হত্যার পেছনে কাজ করে।
এরপর ২৬ মে ইরানের সেনাবাহিনী জানায়, পার্চিন মিলিটারি কমপ্লেক্সে ইহসান ঘাদবেইগি নামে একজন ইঞ্জিনিয়ার নিহত হন। পরবর্তীতে নিউইয়র্ক টাইমস জানায়, ইসরাইলের ড্রোন হামলায় ইহসান ঘাদবেইগি মারা যান।
৩১ মে আইয়ূব এন্তেজারি নামে একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার মারা যান। ইসরাইলি গণমাধ্যমগুলো জানায়, আইয়ূব এন্তেজারিকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা হয়। তিনি ইরানের মিসাইল ও ড্রোন প্রোগ্রামে কাজ করতেন।
৩ জুন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসমাইলজাদেহ নামে রেভ্যুলেশনারী গার্ডের আরেকজন কর্নেল তার বাড়িতে মারা গেছেন।
তবে লন্ডনভিক্তিক একটি ইরানিয়ান গণমাধ্যম জানায়, ইসমাইলজাদেহকে হত্যা করে রেভ্যুলশনারী গার্ডই।
তাদের গোয়েন্দারা জানিয়েছিল, ২২ মে গুলিতে নিহত হওয়া কর্নেল সাঈদ খোদাইকে হত্যার পেছনে ছিলেন কর্নেল ইসমাইলজাদেহ। তিনি বিদেশী সংস্থাতে সাঈদ খোদাইয়ের সম্পর্কে তথ্য দিয়েছিলেন।
আর গুপ্তচরগিরি করার অপরাধে ইসমাইলজাদেহকে তার বাড়ির ছাড় থেকে ফেলে হত্যা করা হয়। কিন্তু তার পরিবারকে বলা হয়, ইসমাইলজাদেহ আত্মহত্যা করেছেন।
সূত্র: আল আরাবিয়া