লিসিচানস্ক এখন রাশিয়ার দখলে: ইউক্রেন
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ সকাল ০৯:৫৩, সোমবার, ৪ জুলাই, ২০২২, ২০ আষাঢ় ১৪২৯

লুহানস্কের শেষ বড় ঘাঁটি লিসিচানস্ক শহরের পতন ঘটার কথা আগেই ইঙ্গিতে জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা।
এবার সেই ইঙ্গিতের পক্ষে সরাসরি সাক্ষ্য দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। তারা নিশ্চিত করেছে লিসিচানস্ক শহর থেকে ইউক্রেনের সেনারা সরে এসেছে এবং শহরটি এখন পুরোপুরি রাশিয়ার সেনাদের দখলে।
এক বিবৃতিতে ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফ বলেছে, ‘লিসিচানস্কে তীব্র লড়াইয়ের পর ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী সেখান থেকে সরে এসেছে।’ ইউক্রেন রক্ষায় লড়াই অব্যাহত রাখা সেনাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে বিবৃতিটিতে।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ঘোষণা করেছিলেন, রুশ সেনারা লিসিচানস্ক নিয়ন্ত্রণ নিয়েছে এবং এখন লুহানস্ক অঞ্চল পুরোটাই রাশিয়ার দখলে।
সূত্র: বিবিসি
বিষয়ঃ
বিশ্ব সংবাদ