রাজধানীতে থাকবে না পাইকারি বাজার!

পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণাঞ্চল থেকে প্রচুর পণ্য আসবে। সে ক্ষেত্রে রাজধানীতে গাড়ি চলাচল বৃদ্ধি পাবে। এ চাপ সামাল দিতেই রাজধানীর ভিতর থেকে কারওয়ান বাজারসহ পাইকারি বাজারগুলো স্থানান্তর করে ঢাকার চার পাশে চারটি পাইকারি বাজার তৈরি করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩ জুলাই সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, পদ্মা সেতু হওয়ায় এখন সকল ধরনের কাঁচামাল ঢাকা শহরে প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে ঢাকা শহরে যাতে সব কাঁচামাল প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। এজন্য আমিনবাজার, মহাখালী, কেরানীগঞ্জ, সায়দাবাদের আশেপাশে অথবা কাঁচপুরসহ মোট চারটি জায়গায় চারটি কাঁচাবাজার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটি কতটুকু বাস্তবায়ন হয়েছে জানি না।
মহাখালীতে আমরা একটি মার্কেট করেছিলাম কিন্তু সেটি কাজে লাগানো হয়নি। করোনাকালীন সেটিকে হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়া আমিনবাজারের দিকে আরেকটা মার্কেট আর পোস্তগোলায় বা কেরানীগঞ্জের দিকে এবং কামরাঙ্গীরচরের দিকে আমাদের হোলসেল মার্কেট করে দিতে হবে। যাতে পণ্যগুলো সেখানে আসতে পারে। তাহলে আর শহরের ভিতরে কোন ঝামেলা থাকবে না।