জুমার নামাজে বিদ্যুৎ না থাকায় গোলাগুলি, নিহত ২
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৩:৩০, রবিবার, ৩ জুলাই, ২০২২, ১৯ আষাঢ় ১৪২৯

জুমার নামাজের সময় বিদ্যুৎ না থাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মসজিদে। এতে দুজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
শুক্রবার (১ জুলাই) আফগানিস্তানের সীমান্তবর্তী লাক্কি মারওয়াত জেলার আইসাক খেলা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইর প্রতিবেদনে বলা হয়, জুমার নামাজের সময় বিদ্যুৎ না থাকায় মুসল্লিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গোলাগুলিতে দুজন নিহত ও ১১ জন আহত হয়। আহতদের মধ্যে ছয় বছরের এক শিশু রয়েছে।
সূত্র: এনডিটিভি
বিষয়ঃ
আফগানিস্তান