মাঝ আকাশে প্লেনে আগুন-আতঙ্ক, জরুরি অবতরণ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৫০, শনিবার, ২ জুলাই, ২০২২, ১৮ আষাঢ় ১৪২৯

মাঝ আকাশে প্লেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারতের স্পাইস জেটের একটি ফ্লাইটে। প্লেনটি তখন মাটি থেকে পাঁচ হাজার ফুট ওপরে। পরে প্লেনটি জরুরি অবতরণ করে। জবলপুরগামী স্পাইস জেটের ওই প্লেনের কেবিনে হঠাৎ করেই ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।

পরে তড়িঘড়ি করে দিল্লিতে ফিরে আসে প্লেনটি। বার্তা সংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় শনিবার সকালে প্লেনের কেবিনে ধোঁয়া দেখতে পান ক্রু সদস্যরা। সে সময় মাটি থেকে প্লেনটির উচ্চতা ছিল প্রায় পাঁচ হাজার ফুট ওপরে। এরপরই দিল্লি-জবলপুরগামী প্লেনটিকে ফিরিয়ে আনা হয়। এটি নিরাপদেই দিল্লিতে অবতরণ করতে সক্ষম হয়েছে। যাত্রীরাও সুস্থ আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

মাত্র ১৫ দিন আগেই দিল্লিগামী স্পাইস জেটের একটি প্লেনে আগুন লাগার ঘটনা ঘটে। কিন্তু সে সময়ও প্লেনটি অল্পের জন্য রক্ষা পায় এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরের কাছে জরুরি অবতরণ করেছিল ওই প্লেনটি। সে সময় ওই প্লেনে ১৮৫ জন আরোহী ছিল। সবাইকে নিরাপদেই সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

বিষয়ঃ ভারত

Share This Article

যেকারণে ইমাম-মুয়াজ্জিনগণ সমর্থন দিলেন খোকন সেরনিয়াবাতকে

ধর্মকে পুঁজি করে নাগরিকদের সঙ্গে প্রতারণা করছেন অনেকে: খোকন সেরনিয়াবাত

নির্বাচন প্রক্রিয়ায় জড়িত ৯০ শতাংশ ব্যক্তিরই যুক্তরাষ্ট্রের ভিসার প্ৰয়োজন নেই!

ভিন্ন দেশ ও জাতি-গোষ্ঠীর মাঝে আলোড়ন তুলেছে ৭ই মার্চের ভাষণ!

২০০০ টাকার কর বিভ্রান্তি: না বুঝেই প্রতিক্রিয়ায় সয়লাব ফেসবুক!

ফয়জুল করিমকে নয়, খোকন সেরনিয়াবাতকে সমর্থন দিলেন ছারছিনা পীর !

বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে ভিসা নীতি: তথ্যমন্ত্রী

করফাঁকি: কূটকৌশল খাটিয়েও নিস্তার পেলেন না ড. ইউনূস

মিথ্যে আশ্বাস দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন চরমোনাই পীর!

মুরিদদের ভয় দেখিয়ে স্ত্রীদের নির্বাচনী মাঠে নামিয়েছেন চরমোনাই পীর!