ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

আজ বৃহস্পতিবার (৩০ জুন) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (২৯ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ইশ্বরদীতে, ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৭২ মিলিমিটার।
রাজধানীতে আজ সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা বেজে ১৫ মিনিটে।