যৌন অপরাধে ঘিসলাইন ম্যাক্সওয়েলের ২০ বছর কারাদণ্ড

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:২২, বুধবার, ২৯ জুন, ২০২২, ১৫ আষাঢ় ১৪২৯

জেফরি এপস্টেইনকে যৌন নির্যাতনে সহায়তা করায় ঘিসলাইন ম্যাক্সওয়েলকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। নিজের প্রেমিক এপস্টেইনের জন্য তিনি চার তরুণীকে নিয়োগ এবং পাচার করেছিলেন। এদের কেউ কেউ ছিলেন অপ্রাপ্তবয়স্কা। 

সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষমতাধর ব্যক্তিদের মনোরঞ্জনের জন্যে এসব তরুণীদের পাঠাতেন জেফরি এপস্টেইন। গত বছরের ডিসেম্বর মাসে ম্যাক্সওয়েলের বিরুদ্ধে আনা এই অভিযোগ প্রমাণিত হয়। কারাদণ্ড ছাড়াও তাকে ৭ লাখ ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। সিএনএন

ম্যাক্সওয়েলের সাবেক প্রেমিক জেফরি এপস্টেইনের বিরুদ্ধেও নারী পাচারের অভিযোগে বিচার শুরু হয়েছিল। ২০১৯ সালে ম্যানহাটানের একটি কারাগারে আত্মহত্যা করেন জেফরি। মার্কিন আদালত ৬০ বছর বয়স্ক ম্যাক্সওয়েলের বিরুদ্ধে অভিযোগ আনা নারীরা আদালতের বাইরে জানিয়েছেন, ম্যাক্সওয়েলের আজীবন কারাগারে থাকা উচিৎ। 

১৯৯৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত নানাভাবে এপস্টেইনের অপরাধে সাহায্য করেছেন ঘিসলাইন ম্যাক্সওয়েল। তার অপরাধকে জঘন্য বলে মন্তব্য করেছে আদালত। যদিও ম্যাক্সওয়েলের আইনজীবী পাঁচ বছরের কম সময় কারাদণ্ডের আবেদন করেছিলেন। ২০২০ সালের জুলাই থেকেই কারাগারে ছিলেন ম্যাক্সওয়েল। তিনি ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এতদিন। মার্কিন জেলা জজ আলিসন জে নাথান বলেন, ইউএস ডিস্ট্রিক্ট জজ অ্যালিসন জে নাথানের মতে, তিনি চেয়েছিলেন তার রায় একটি ‘নিশ্চিত বার্তা’ পাঠাতে যে এই ধরণের অপরাধের শাস্তি হবে। আদালতে প্রসিকিউটররা ম্যাক্সওয়েলের জন্য ৩০ থেকে ৫৫ বছর পর্যন্ত জেলের জন্য কঠোর সাজা দাবি জানান। 

Share This Article

‘বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি স্থাপন গৌরবময় অধ্যায়ের সূচনা’

২৫ মার্চের প্রথম ব্যারিকেড এক বীরত্বের ইতিহাস: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির আন্দোলন:সত্য হলো যে সন্দেহ!

পশ্চিমাদের উচিত বাংলাদেশে হওয়া গণহত্যার স্বীকৃতি দেওয়া: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদকের ঠাঁই নেই: ডেপুটি স্পিকার

বাসযোগ্য ঢাকার জন্য নাগরিকদের সচেতনতা জরুরি: স্থানীয় সরকারমন্ত্রী

প্রতিটি ছবিরই একটি নিজস্ব ভাষা রয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নাইকো দুর্নীতি মামলা: সাজা হতে পারে বেগম জিয়ার!

একতরফা নির্বাচনের গল্প ও বাস্তবতা: দায় কার?

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৩ জন