আবার ইডির জেরার মুখে জ্যাকুলিন

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫৭, বুধবার, ২৯ জুন, ২০২২, ১৫ আষাঢ় ১৪২৯

ফের ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ২১৫ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির মামলায় তাকে এই জিজ্ঞাসাবাদ করা হয়। 

 

 

মূলত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই ইডির নজরে জ্যাকুলিন। আপতত কারাবন্দি সুকেশ। গত ২৭ জুন দিল্লিতে ইডির সদরদপ্তরে হাজিরা দেন জ্যাকুলিন। কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে সমন পাঠানো হয়েছিল তাকে। প্রিভেনসন অব মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় এপ্রিলে তার ৭ কোটি ২৭ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর- দিল্লি পুলিশের ইকোনমিক উইংসের পক্ষে দায়ের এফআইআরের ভিত্তিতে আপতত এই মামলার তদন্ত করছে ইডি। সরকারি কর্মকর্তা সেজে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ২০২১ সালের সেপ্টেম্বরে এই মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন সুকেশ এবং তার স্ত্রী লীনা মারিয়া পল।

Share This Article