‘ঘণ্টায় ঘণ্টায় বোমা হামলা করছে রাশিয়া’

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৩৭, মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ১৪ আষাঢ় ১৪২৯

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের মেয়র ইহোর তেরেকোভ বলেছেন, খারকিভে ঘণ্টায় ঘণ্টায় বোমা হামলা করছে রুশ সেনারা।

তিনি দাবি করেছেন, রাশিয়ার ভেতর থেকে এসব বোমা ছোঁড়া হচ্ছে।

এ ব্যাপারে মেয়র ইহোর তেরেকোভ বলেন, এখানে সকালে বোমা হামলা হচ্ছে, দিনের বেলা বোমা হামলা হচ্ছে, খারকিভ শহরে রাতের বেলায় বোমা হামলা হচ্ছে। এসব হামলা সব আসছে রাশিয়া ফেডারেশনের অঞ্চল থেকে--বেলগোরোদ অঞ্চল থেকে।

তাদের লক্ষ্য হলো জাতি হিসেবে আমাদের নির্মূল করে দেওয়া, যোগ করেন মেয়র।

এদিকে ইউক্রেনের খারকিভ শহরটি রাশিয়ার সীমানার সঙ্গে লাগোয়া।

ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি কথিত বিশেষ সামরিক অভিযান শুরুর কয়েকদিনের মধ্যে খারকিভের বেশিরভাগ অঞ্চল দখল করেছিল রুশ সেনারা।

তবে এখানে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সমর্থ হন ইউক্রেনীয় সেনারা। তাদের প্রতিরোধের মুখে একটা সময় খারকিভ ছাড়তে বাধ্য হয় রুশ বাহিনী।

এরপর খারকিভের সাধারণ জনগণ তাদের নিজেদের ঘর-বাড়িতে ফেরা শুরু করেন।

কিন্তু কয়েকদিন যেতে না যেতেই রাশিয়া দূর থেকে হামলা চালানো শুরু করে।

সূত্র: সিএনএন

Share This Article

যেকারণে ইমাম-মুয়াজ্জিনগণ সমর্থন দিলেন খোকন সেরনিয়াবাতকে

ধর্মকে পুঁজি করে নাগরিকদের সঙ্গে প্রতারণা করছেন অনেকে: খোকন সেরনিয়াবাত

নির্বাচন প্রক্রিয়ায় জড়িত ৯০ শতাংশ ব্যক্তিরই যুক্তরাষ্ট্রের ভিসার প্ৰয়োজন নেই!

ভিন্ন দেশ ও জাতি-গোষ্ঠীর মাঝে আলোড়ন তুলেছে ৭ই মার্চের ভাষণ!

২০০০ টাকার কর বিভ্রান্তি: না বুঝেই প্রতিক্রিয়ায় সয়লাব ফেসবুক!

ফয়জুল করিমকে নয়, খোকন সেরনিয়াবাতকে সমর্থন দিলেন ছারছিনা পীর !

বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে ভিসা নীতি: তথ্যমন্ত্রী

করফাঁকি: কূটকৌশল খাটিয়েও নিস্তার পেলেন না ড. ইউনূস

মিথ্যে আশ্বাস দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন চরমোনাই পীর!

মুরিদদের ভয় দেখিয়ে স্ত্রীদের নির্বাচনী মাঠে নামিয়েছেন চরমোনাই পীর!