টেক্সাসে লরির ভেতর থেকে ৪৬ মরদেহ উদ্ধার

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:০৭, মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ১৪ আষাঢ় ১৪২৯

যুক্তরাষ্ট্রে লরির ভেতর থেকে কমপক্ষে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরে লরির ভেতর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর রয়টার্সের।

 

মৃত ব্যক্তিরা অভিবাসন প্রত্যাশী বলে ধারণা করা হচ্ছে। রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, এটি মার্কিন-মেক্সিকো সীমান্তে মানব পাচারের সাম্প্রতিকতম ঘটনাগুলোর মধ্যে একটি বলে মনে হচ্ছে।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড টুইটারে বলেছেন, অভিবাসীদের শ্বাসরোধ ‘টেক্সাসের ট্র্যাজেডি’। তিনি আরও বলেছেন, স্থানীয় কনস্যুলেট ঘটনাস্থলের দিকে যাচ্ছিল, যদিও নিহতদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি।

সান আন্তোনিওর কেএসএটি টেলিভিশন জানিয়েছে, শহরের দক্ষিণ উপকণ্ঠে একটি প্রত্যন্ত এলাকায় রেলপথের পাশে ট্রাকটি পাওয়া গেছে।

একজন ডেমোক্র্যাট বলেন, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে রেকর্ড সংখ্যক অভিবাসী ক্রসিং হয়েছে, যা প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন নীতির সমালোচনার জন্ম দিয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট টুইটারে বাইডেনের নীতিকে মৃত্যুর জন্য দায়ী করেছেন।

সান আন্তোনিও পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে মন্তব্য জানা যায়নি।

মেক্সিকান সীমান্ত থেকে প্রায় ১৬০ মাইল দূরে অবস্থিত সান আন্তোনিওতে তাপমাত্রা সোমবার উচ্চ আর্দ্রতার সঙ্গে ১০৩ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছে।

এর আগে ২০১৭ সালের জুলাই মাসে ওয়াল-মার্ট পার্কিং লটে সান আন্তোনিওতে ট্র্যাক্টর-ট্রেলারে পরিবহন করার পরে ১০ জন অভিবাসী মারা গিয়েছিল।

Share This Article

‘বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি স্থাপন গৌরবময় অধ্যায়ের সূচনা’

২৫ মার্চের প্রথম ব্যারিকেড এক বীরত্বের ইতিহাস: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির আন্দোলন:সত্য হলো যে সন্দেহ!

পশ্চিমাদের উচিত বাংলাদেশে হওয়া গণহত্যার স্বীকৃতি দেওয়া: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদকের ঠাঁই নেই: ডেপুটি স্পিকার

বাসযোগ্য ঢাকার জন্য নাগরিকদের সচেতনতা জরুরি: স্থানীয় সরকারমন্ত্রী

প্রতিটি ছবিরই একটি নিজস্ব ভাষা রয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নাইকো দুর্নীতি মামলা: সাজা হতে পারে বেগম জিয়ার!

একতরফা নির্বাচনের গল্প ও বাস্তবতা: দায় কার?

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৩ জন