ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম নুয়েল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২৬, সোমবার, ২৭ জুন, ২০২২, ১৩ আষাঢ় ১৪২৯

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নাহনুল কবির নুয়েল।

 

আজ সোমবার (২৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফল ঘোষণা করেন।

জানা গেছে, নুয়েল ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র। তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট ৯৬ দশমিক ৫ পেয়ে প্রথম হয়েছন।

এ বছর ‘খ’ ইউনিটে আবেদন করেছিলেন ৫৮ হাজার ৫৭৩ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৫৬ হাজার ৯৭২ শিক্ষার্থী। পাস করেছেন মাত্র ৫ হাজার ৬২২ জন। যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৮৭ শতাংশ। বাকি ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

কলা অনুষদভুক্ত এই ইউনিটে গতবার পাসের হার ছিল ১৬.৮৮ শতাংশ। এবার এই ইউনিটের মাধ্যমে ১ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

এর আগে গত ৪ জুন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

Share This Article


একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো মাউশি

নবম শ্রেণিতে থাকছে না বিজ্ঞান-মানবিক-ব্যবসায় শিক্ষা বিভাগ

ভর্তিচ্ছুদের জন্য সুখবর, আসন বাড়ল সরকারি মেডিকেলে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা

মাধ্যমিক শিক্ষায় ৩৩০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেলেন ২৭০৭৪ প্রার্থী

৪০তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ

বন্ধ হচ্ছে কিন্ডারগার্টেন, বিধিমালা চূড়ান্ত

একাদশে ভর্তির ফল প্রকাশ আজ

আগামী বছরে এসএসসি ফেব্রুয়ারি, এইচএসসি জুনে

তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার আহ্বান ইউজিসির