পদ্মাসেতু দর্শন: উচ্ছ্বসিত নবীন-প্রবীণ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:০৮, শনিবার, ২৫ জুন, ২০২২, ১১ আষাঢ় ১৪২৯

২৫ জুন সকালে উদ্বোধন করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় মেগাপ্রকল্প পদ্মা সেতু। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বিশেষ আয়োজনের মাধ্যমে উদ্বোধন করেন এ সেতুটি।

 

এর পরেই সেতু দেখতে সারাদেশ থেকে এসেছেন সাধারণ মানুষ। উচ্ছ্বসিত মানুষ পায়ে হেঁটে, মোটরসাইকেলে বা বাইসাইকেলে করে এপার-ওপার ঘুরে এসেছেন।

তরুণ- তরণী, নারী-পুরুষের পাশাপাশি অনেক প্রবীণ নাগরিকও এসেছিলেন পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠানে শামিল হতে।

খুলনা থেকে আগত এক প্রবীণ জানান, শারীরিক পরিশ্রম কিছুই মনে হয়নি। কারণ বহুদিনের যে কষ্ট লাঘব করতে যাচ্ছে পদ্মা সেতু, তার তুলনায় এটি কিছুই না।

সেতু তাদের রাজধানী থেকে বাড়ি ফেরার ভোগান্তি দূর করবে। অর্ধেক সেতু পায়ে হেঁটে ঘুরে প্রচণ্ড উচ্ছ্বসিত হয়ে তিনি জানান কষ্টের দিন শেষ।

আরেক প্রবীণ জানান, ঢাকা-চকবাজার থেকে হেঁটে তিনি পদ্মা সেতু দেখতে এসেছেন। তার ভেতরের আবেগকে ধরে রাখতে পারছিলেননা, তাই তিনি সেতু দেখতে এসেছেন।

সাতষট্টি বছরের এক প্রবীণ জানান, পদ্মা সেতু দেশের উন্নয়নের চিহ্ন। এটি দেখে তার খুবই ভালো লেগেছে। তিনি তিন কিলোমিটার হেঁটে পদ্মা সেতুর ওপরে উঠেছেন।

পদ্মাসেতু দেখতে মায়েরা এসেছেন শিশুদের নিয়ে। সেতুতে ঘুরতে ঘুরতে একজন মা জানান, আশা করেননি শিশুকে নিয়ে সেতুতে উঠতে পারবেন, সেতুতে উঠতে পেরে আনন্দিত তিনি। 

বিভিন্ন বয়সী নারীদের মধ্যে ছিলেন তরুণীরাও। রয়েছে স্কুলে পড়া কিশোররাও। সেতু দেখতে দূর-দূরান্ত থেকে এসেছেন তরুণরা। তরুণদের উচ্ছ্বাস বাঁধভাঙা।

একজন তরুণী জানান, এতবড় সেতুতে এই প্রথম উঠলাম। ছবি তোলা ছাড়াও বিভিন্নভাবে আনন্দ উদযাপন করছেন তারা।

একজন তরুণ জানান, আশুলিয়া থেকে এসেছেন তিনি। পকেটের টাকা খরচ করে কিশোরগঞ্জ থেকে সেতু দেখতে এসেছেন আরও একজন।

সিলেট থেকে আসা আরেকজন জানান, শুধু পদ্মা সেতু একনজর দেখতেই এতদূর থেকে এসেছেন তিনি। তার উচ্ছ্বাস বাধা মানছে না। কক্সবাজার থেকে আসা একজন ঘুরে এসেছেন সেতুর অর্ধেকটা।

এভাবে দেশের বিভিন্ন জেলার ও বিভিন্ন বয়সী ব্যক্তিরা পদ্মা সেতু দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান।

Share This Article


ছাত্রসমাজ ন্যায়বিচারই পাবে, হতাশ হতে হবে না: প্রধানমন্ত্রী

অহেতুক কিছু কথায় মূল্যবান জীবন ঝরে গেল : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

কোটা আন্দোলন ঘিরে লাশের রাজনীতি করতে চায় বিএনপি-জামায়াত: কাদের

কঠোর নিরাপত্তায় রাজধানীতে চলছে তাজিয়া মিছিল

আজ পবিত্র আশুরা

দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে: প্রধানমন্ত্রী

‘পত্রপত্রিকা কী লিখল সেটা দেখে নার্ভাস হওয়ার কিছু নেই’

দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার: প্রধানমন্ত্রী

নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের স্লোগান লজ্জার: প্রধানমন্ত্রী