পদ্মাসেতু দর্শন: উচ্ছ্বসিত নবীন-প্রবীণ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:০৮, শনিবার, ২৫ জুন, ২০২২, ১১ আষাঢ় ১৪২৯

২৫ জুন সকালে উদ্বোধন করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় মেগাপ্রকল্প পদ্মা সেতু। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বিশেষ আয়োজনের মাধ্যমে উদ্বোধন করেন এ সেতুটি।

 

এর পরেই সেতু দেখতে সারাদেশ থেকে এসেছেন সাধারণ মানুষ। উচ্ছ্বসিত মানুষ পায়ে হেঁটে, মোটরসাইকেলে বা বাইসাইকেলে করে এপার-ওপার ঘুরে এসেছেন।

তরুণ- তরণী, নারী-পুরুষের পাশাপাশি অনেক প্রবীণ নাগরিকও এসেছিলেন পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠানে শামিল হতে।

খুলনা থেকে আগত এক প্রবীণ জানান, শারীরিক পরিশ্রম কিছুই মনে হয়নি। কারণ বহুদিনের যে কষ্ট লাঘব করতে যাচ্ছে পদ্মা সেতু, তার তুলনায় এটি কিছুই না।

সেতু তাদের রাজধানী থেকে বাড়ি ফেরার ভোগান্তি দূর করবে। অর্ধেক সেতু পায়ে হেঁটে ঘুরে প্রচণ্ড উচ্ছ্বসিত হয়ে তিনি জানান কষ্টের দিন শেষ।

আরেক প্রবীণ জানান, ঢাকা-চকবাজার থেকে হেঁটে তিনি পদ্মা সেতু দেখতে এসেছেন। তার ভেতরের আবেগকে ধরে রাখতে পারছিলেননা, তাই তিনি সেতু দেখতে এসেছেন।

সাতষট্টি বছরের এক প্রবীণ জানান, পদ্মা সেতু দেশের উন্নয়নের চিহ্ন। এটি দেখে তার খুবই ভালো লেগেছে। তিনি তিন কিলোমিটার হেঁটে পদ্মা সেতুর ওপরে উঠেছেন।

পদ্মাসেতু দেখতে মায়েরা এসেছেন শিশুদের নিয়ে। সেতুতে ঘুরতে ঘুরতে একজন মা জানান, আশা করেননি শিশুকে নিয়ে সেতুতে উঠতে পারবেন, সেতুতে উঠতে পেরে আনন্দিত তিনি। 

বিভিন্ন বয়সী নারীদের মধ্যে ছিলেন তরুণীরাও। রয়েছে স্কুলে পড়া কিশোররাও। সেতু দেখতে দূর-দূরান্ত থেকে এসেছেন তরুণরা। তরুণদের উচ্ছ্বাস বাঁধভাঙা।

একজন তরুণী জানান, এতবড় সেতুতে এই প্রথম উঠলাম। ছবি তোলা ছাড়াও বিভিন্নভাবে আনন্দ উদযাপন করছেন তারা।

একজন তরুণ জানান, আশুলিয়া থেকে এসেছেন তিনি। পকেটের টাকা খরচ করে কিশোরগঞ্জ থেকে সেতু দেখতে এসেছেন আরও একজন।

সিলেট থেকে আসা আরেকজন জানান, শুধু পদ্মা সেতু একনজর দেখতেই এতদূর থেকে এসেছেন তিনি। তার উচ্ছ্বাস বাধা মানছে না। কক্সবাজার থেকে আসা একজন ঘুরে এসেছেন সেতুর অর্ধেকটা।

এভাবে দেশের বিভিন্ন জেলার ও বিভিন্ন বয়সী ব্যক্তিরা পদ্মা সেতু দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান।

Share This Article


বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন করা হয়েছে : প্রধানমন্ত্রী

ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ

অবশেষে আমিরাতের বন্দরে ভিড়ল এমভি আবদুল্লাহ

যু‌দ্ধের টাকা জলবায়ু পরিবর্তনে ব্যয় হ‌লে বিশ্ব রক্ষা পে‌তো: প্রধানমন্ত্রী

জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি

বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

‘মুজিব ব্যাটারি’ কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে যাত্রীবাহী ফেরিডুবি, নিহত ৫৮

সব উপজেলায় একটি করে মিনিস্টেডিয়াম নির্মাণ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিশুদের শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

সারাদেশে হিট অ্যালার্ট, দুর্যোগ হিসেবে চিহ্নিতের তাগিদ