পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের সঙ্গে কাঙ্ক্ষিত যোগাযোগ স্থাপন করবে: হানিফ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:০৯, শনিবার, ২৫ জুন, ২০২২, ১১ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো
ফাইল ফটো

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলো এবং রাজধানী ঢাকার মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত সরাসরি যোগাযোগ স্থাপন করেছে।

হানিফ বলেন, ‘৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মিত হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর ব্যবসা প্রতিষ্ঠান, পযর্টন, ফিসারিজ, বাণিজ্য বৃদ্ধি এবং এই অঞ্চলের জনগণের জীবনমান উন্নত হবে।’ শুক্রবার (২৪ জুন) বাসসকে তিনি এসব কথা বলেন।


 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে দীর্ঘপ্রতীক্ষিত বহুমুখী পদ্মা সেতু নির্মাণ করে লাখ লাখ জনগণের স্বপ্ন পূরণ করেছেন।’

হানিফ বলেন, ‘দূরদর্শী নেতা শেখ হাসিনা সফলভাবে পদ্মা সেতু নির্মাণ করে লাখ লাখ জনগণের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘পদ্মা সেতু দক্ষিণ অঞ্চলের জনগণের অর্থনৈতিক অবস্থা পাল্টে দেবে এবং এই সেতু দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে ও বিভিন্নভাবে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা, পর্যটন এবং অন্যান্য খাতে অবদান রাখবে।’

তিনি বলেন, ‘পদ্মা সেতু চালু হবার পর মোংলা ও পায়রা সমুদ্রবন্দর দিয়ে আরও বেশি পণ্য আমদানি-রফতানি হবে এবং কুয়াকাটা পর্যটনকেন্দ্রে আরও বেশি পর্যটক যাবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই সেতু দক্ষিণাঞ্চলে বিনিয়োগ করার জন্য ব্যবসায়ীদের আকৃষ্ট করবে। আমদানি- রফতানি বৃদ্ধি পাবে।’

হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নির্মিত পদ্মা সেতু বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে দেশে এটি সর্ববৃহৎ অবকাঠামো নির্মাণ।’ খবর: বাসস

Share This Article

যেকারণে ইমাম-মুয়াজ্জিনগণ সমর্থন দিলেন খোকন সেরনিয়াবাতকে

ধর্মকে পুঁজি করে নাগরিকদের সঙ্গে প্রতারণা করছেন অনেকে: খোকন সেরনিয়াবাত

নির্বাচন প্রক্রিয়ায় জড়িত ৯০ শতাংশ ব্যক্তিরই যুক্তরাষ্ট্রের ভিসার প্ৰয়োজন নেই!

ভিন্ন দেশ ও জাতি-গোষ্ঠীর মাঝে আলোড়ন তুলেছে ৭ই মার্চের ভাষণ!

২০০০ টাকার কর বিভ্রান্তি: না বুঝেই প্রতিক্রিয়ায় সয়লাব ফেসবুক!

ফয়জুল করিমকে নয়, খোকন সেরনিয়াবাতকে সমর্থন দিলেন ছারছিনা পীর !

বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে ভিসা নীতি: তথ্যমন্ত্রী

করফাঁকি: কূটকৌশল খাটিয়েও নিস্তার পেলেন না ড. ইউনূস

মিথ্যে আশ্বাস দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন চরমোনাই পীর!

মুরিদদের ভয় দেখিয়ে স্ত্রীদের নির্বাচনী মাঠে নামিয়েছেন চরমোনাই পীর!


সরকারের বাসযোগ্য ঢাকা গড়ার উদ্যোগ দৃশ্যমান: এলজিআরডিমন্ত্রী

চা শিল্পের উন্নয়নে শ্রমিকবান্ধব কর্মপরিবেশের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

আগামীকাল বাজেট নিয়ে আ. লীগের সংবাদ সম্মেলন

লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব: অর্থমন্ত্রী

যেকারণে ইমাম-মুয়াজ্জিনগণ সমর্থন দিলেন খোকন সেরনিয়াবাতকে

১০ বছর চাঁদা দিলেই মিলবে আজীবন পেনশন

বাজেট ২০২৩-২৪ : দাম কমবে যেসব পণ্যের

দেশে স্মার্ট কার্ডধারী কৃষকের সংখ্যা ২ কোটি

বাজেটকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

মিথ্যে আশ্বাস দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন চরমোনাই পীর!

সরকার কোথাও কোনো চাপে নেই: শাহরিয়ার আলম