পদ্মা সেতু উদ্বোধনে বরগুনার সাড়ে ৪ হাজার মানুষ 

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৮:৩৬, শনিবার, ২৫ জুন, ২০২২, ১১ আষাঢ় ১৪২৯

দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতু। এই উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনা-২ আসন  থেকে মাওয়ার পথে তিনটি লঞ্চ রওয়ানা দিয়েছে, তাতে প্রায় সাড়ে ৪ হাজার মানুষের সমাগম।

বরগুনা-২আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন তার নিজ নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন আগ্রহীদের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে যেতে হবে। এ জন্য তিনি ৩টি লঞ্চ উপহার দিয়েছেন।

রিমনের নির্বাচনী তিন উপজেলা -(১) বামনা থেকে (পুবালী-১), (২) পাথরঘাটা থেকে (শাহরুখ-২) ও বেতাগী থেকে (রাজার হাট বি) নামের তিনটি লঞ্চ  নেতা-কর্মীদের নিয়ে ছেড়ে গেছেন।

অপর দিকে রাত পোহালেই দ্বার খুলবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় অবকাঠামোর পদ্মা সেতুর। এই আনন্দ ছড়িয়েছে সব প্রান্তে। দক্ষিণের জেলা বরগুনার ছয়টি উপজেলায় এখন সাজসাজ রব। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। উৎসবের আমেজ সর্বত্র।

পৌর শহরের প্রবেশদ্বার রঙিন পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতারা বলছেন, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের খবর সর্বস্তরে জানান দিতেই আমাদের এমন আয়োজন।

এ বিষয়ে বরগুনা-২ আসনের মাননীয় সংসদ শওকত হাচানুর রহমান রিমন জানান, আজ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি দক্ষিণাঞ্চলের মানুষ চিরকৃতজ্ঞ। তার বাড়ি বরগুনার মাটিতে, বাবার বাড়ি গোপালগঞ্জ ও শশুর বাড়ি রংপুর। বরগুনার মাটিতে তার জন্ম তাই বরগুনার মানুষ শতস্ফূর্তভাবে আজ আনন্দিত।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে আমার সংসদীয় তিনটি উপজেলা থেকে তিনটি লঞ্চ দিয়েছি, যাতে করে আমার আসনের মানুষ পদ্মাসেতু অনুষ্ঠানে যোগদান করতে পারেন।

Share This Article


শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে

পুলিশকে মেরে যারা ঝুলিয়ে রেখেছিল সবার পরিচয় পেয়েছি: হারুন

‘ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি’

সহিংসতা-নাশকতার অভিযোগে ২০১ মামলায় গ্রেপ্তার ২২০৯

মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী

ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পোশাক কারখানা খুলছে আজ

দূরপাল্লার বাস চলবে, ট্রেন নিয়ে সিদ্ধান্ত নেই

আজ খুলছে সরকারি-বেসরকারি অফিস

যেসব বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

কোটা সংস্কারের দাবি যৌক্তিক: আরেফিন সিদ্দিক

৪ ঘণ্টায়ও নেভেনি বিটিভির আগুন