পদ্মা সেতু বাস্তবায়ন: অনন্য কীর্তি যে বাঙালি নারীর

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১৭, শুক্রবার, ২৪ জুন, ২০২২, ১০ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো
ফাইল ফটো

স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নে যাদের শ্রম-ঘাম মিশে আছে তাদের নাম ইতিহাসে লেখা থাকবে অনন্য নজির হিসেবে। তেমনই একজন বাঙালি নারী প্রকৌশলী ‘ইশরাত জাহান।

 

২০১৫ সালে পদ্মা সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান ‌‘চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশন’ এ যোগ দেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাস করা ২০ বছর বয়সী ইশরাত।

ইশরাত সেতুর প্রতিটি পাইলিং পাইপের মেজারমেন্ট করেছেন। চীনের বিশাল ইস্পাতের পাতগুলো ব্লেন্ডিং  মেশিনে মুড়িয়ে সিলিন্ডার বানানোর পরে আগুনের তাপে জোড়া লাগিয়ে পাইলিং পাইপ তৈরি করা হয়।

নিজের অনুভূতি প্রকাশ করে ইশরাত জাহান বলেন, ‘স্বপ্নেও ভাবিনি, পদ্মা সেতুর মতো বিশাল প্রকল্পে একমাত্র নারী বাঙালি কর্মী হবো। মানুষকে বলতে ভালো লাগে, দেশের সবচেয়ে বড় প্রকল্পে আমারও সামান্য অবদান আছে।’

বিষয়ঃ উন্নয়ন

Share This Article