পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২৯, শুক্রবার, ২৪ জুন, ২০২২, ১০ আষাঢ় ১৪২৯

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি মাঠপর্যায়ে কাজ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যরা।

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার পথে স্বপ্নের পদ্মা সেতু এক বিশাল মাইলফলক। যতদিন দেশ থাকবে ততদিন বাঙালি মনে রাখবে, অর্থনৈতিক মুক্তির জন্য এবং মানুষের সুবিধার জন্য নিজেদের অর্থে বঙ্গবন্ধুকন্যা এই সেতু নির্মাণ করেছেন।

তিনি আরও বলেন, এই সেতু শুধু সেতু নয়, এটা আমাদের আত্মমর্যাদার পরিচয়। ২৫ জুন পদ্মা সেতু উপলক্ষে আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি রয়েছে। এর সঙ্গে প্রশাসন ও পুলিশ প্রশাসনও কাজ করছে।

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, মুন্সীগঞ্জবাসী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের পক্ষ থেকে দেশরত্ন শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই। তার ঐকান্তিক অদম্য ইচ্ছা শক্তির প্রতিফলন হচ্ছে পদ্মা সেতু। 

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, উদ্বোধনকে ঘিরে মুন্সীগঞ্জকে নিরাপত্তার চাঁদরে ঢেকে রাখা হয়েছে। বিভিন্ন সড়কে চেকপোস্ট ও ব্যারিকেড দেওয়া হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান পরিচালনা হচ্ছে। ইতোমধ্যে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের টহল জোরদার করা হয়েছে। 

কাল ২৫ জুন প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে দুয়ার উন্মোচন হবে ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুর। ২৬ জুন সকাল থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতু।

Share This Article


বই উৎসব পেছাতে পারে: শিক্ষামন্ত্রী

প্রয়োজন হলে সমন্বয় করে ছাড় দেওয়া হবে: ওবায়দুল কাদের

স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

হিউইম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে 'বিবৃতি' বিক্রির অভিযোগ!

হরতাল-অবরোধে ১৩২ বাসসহ ২১২ গাড়িতে আগুন

নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

চট্টগ্রামে দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল হামলা

বিয়ের আসরেই বউ-শাশুড়িসহ ৪ জনকে গুলি করে হত্যা

সারাদেশে সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে: ইসি আনিছুর

নির্বাচনে অংশ নিচ্ছে ৩০ রাজনৈতিক দল: ইসি রাশেদা

স্বতন্ত্র নির্বাচন করবেন খালেদা জিয়ার উপদেষ্টা একরামুজ্জানান

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি