সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৫৪, বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৯ আষাঢ় ১৪২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ৬ বা ৭ সেপ্টেম্বর দিল্লি সফরে যাবেন। 

বৃহস্পতিবার (২৩ জুন) ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গত ১৯ জুন দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আলোচনা হয়। আমাদের পক্ষ থেকে জানানো হয় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী দিল্লি সফর করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

২০১৯ এর অক্টোবরে শেষ হাসিনা দিল্লি সফর করেছেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ২০২১ এ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং দুদেশের সম্পর্কের সুবর্ণজয়ন্তী উৎসবে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা সফর করেছেন। এবার আমাদের যাওয়ার পালা।

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতোমধ্যে দুদেশের আলোচনা শুরু হয়েছে। সামনের দিনগুলোতে আরও কথা হবে বলে তিনি জানান।

কী কী চুক্তি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, এটি এখন বলা সম্ভব নয়। সফরের নিকটবর্তী সময়ও অনেক কিছু ঠিক হয় বা বাদ পড়ে।

উল্লেখ্য গত ২০ জুন ভারত সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ নিয়ে আলোচনা করছি। আগস্টে যাওয়া যাবে না। এছাড়া সেপ্টেম্বরে দ্বিতীয় ভাগে তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন। তারাও সেভাবে একটি তারিখ দিয়েছে। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।

গত এপ্রিলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণ জানান।

Share This Article


    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ফটো

জিয়াউর রহমান সাম্প্রদায়িকতার বীজ বপন ক‌রে: ওবায়দুল কা‌দের

বাংলাদেশ থেকে আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন

তিন ঘণ্টায় রেলের ১৫ হাজার টিকিট বিক্রি

এবার ১০০ টাকায় মিলবে পাঁচ কেজির তরমুজ

ড. ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চায় ইউনেসকো কমিশন

বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা হয়েছে: তাপস

কোনো মেজরের বাঁশির ফু-তে বাংলাদেশ স্বাধীন হয়নি : প্রধানমন্ত্রী

জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজের মালিকপক্ষের নতুন ঘোষণা

মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ল

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিকে পুতিনের শুভেচ্ছা

সমৃদ্ধ দেশ গড়ার শপথ

স্বাধীনতা ঘোষণার পাঠক কখনও ঘোষক হতে পারে না: ওবায়দুল কাদের