বিশ্বের ষষ্ঠ ধনী গুগলের সহপ্রতিষ্ঠাতার বিবাহবিচ্ছেদ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪১, বুধবার, ২২ জুন, ২০২২, ৮ আষাঢ় ১৪২৯

বিশ্বের ষষ্ঠ ধনী গুগলের সহপ্রতিষ্ঠাতা সেরগেই ব্রিনের চার বছরের বিয়ে ভাঙতে চলেছে।

তার বিচ্ছেদের খবরে জল্পনা শুরু হয়েছে খোরপোশের অঙ্ক নিয়ে। ৪৮ বছরের ধনকুবের সেরগেই তার স্ত্রী নিকোলে সানাহানের থেকে বিচ্ছেদ চেয়েছেন চলতি মাসে।

আদালতকে গুগল প্রতিষ্ঠাতা জানিয়েছেন, তাদের দুজনের মধ্যে যে বিভেদ বা মতপার্থক্য তৈরি হয়েছে, তা আর মিটমাট করা সম্ভব নয়।

সেরগেইয়ের এই ডিভোর্স মামলার পরই শুরু হয়েছে তাদের বিচ্ছেদপরবর্তী বিষয়— স্ত্রীকে খোরপোশ, সন্তানের হেফাজত ইত্যাদি।

গত চার বছরে সেরগেই তৃতীয় ধনকুবের, যিনি বিবাহবিচ্ছেদের মুখে। তার দুই উত্তরসূরি মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এবং অ্যামাজনপ্রধান জেফ বেজোসের বিচ্ছেদের মামলা শেষ পর্যন্ত মোটা অঙ্কের খোরপোশে গিয়ে থেমেছে।

এক বছর আগেই বিচ্ছেদ হয়েছে বিল ও মেলিন্ডা গেটসের। তাদের মধ্যে ভাগাভাগি হওয়ার কথা ছিল ১৪ হাজার ৫০০ কোটি ডলারের সম্পত্তির।

তারও দুই বছর আগে বিবাহবিচ্ছিন্ন বেজোস ও ম্যাকেঞ্জি স্কটের সামনে ছিল ১৩ হাজার ৭০০ কোটি ডলারের সম্পত্তি ভাগ করার চ্যালেঞ্জ। সম্প্রতি স্ত্রীর বিরুদ্ধে বিচ্ছেদের মামলাকারী সেরগেই ৯ হাজার ৪০০ কোটি ডলারের মালিক।

২০১৮ সালের ৭ নভেম্বর বিয়ে করেন সেরগেই-নিকোলে। সেই বিয়ে হয়েছিল আড়ম্বরহীন এক অনুষ্ঠানে। ধনকুবেরসুলভ বাহুল্য ছিল না কোনো।

গুগলের সহপ্রতিষ্ঠাতা সেরগেই বর্তমানে শুধু অ্যালফাবেটের একজন বোর্ড সদস্য। তিনি ২০১৮ সালে গুগলের প্রশাসনিক পদে ছিলেন।

২০১৫ সাল থেকেই সেরগেইয়ের সঙ্গে সম্পর্ক শুরু নিকোলের। ওই বছরই গুগলের সহপ্রতিষ্ঠাতা এবং তার সাবেক স্ত্রীর বিচ্ছেদ হয়। আগের বিয়ের সূত্রে দুই সন্তানের বাবা সেরগেই। নিকোলে ও সেরগেইয়েরও দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

২০২১ সালের ডিসেম্বর থেকে আলাদা থাকছেন সেরগেই ও নিকোলে। ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা আদালতে জুন মাসে সেরগেই ডিভোর্সের মামলা করেন।

Share This Article


নেসলের শিশুখাদ্যে মিলল উচ্চমাত্রায় চিনি

সেনাপ্রধানকে যে হুমকি দিলেন ইমরান খান

যুক্তরাষ্ট্রের ‘না’তে আটকে যেতে পারে ফিলিস্তিনের সদস্যপদ

ভারতে ৭ দফার লোকসভা নির্বাচন শুরু হচ্ছে কাল

ভারতের লোকসভা নির্বাচনের যত সেলিব্রিটি প্রার্থীরা!

এবার ইসরায়েলে লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলা

আমিরাতে ৭৫ বছরের ইতিহাসে বৃষ্টির রেকর্ড, নিহত ২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছে ৫০ হাজারের বেশি রুশ সেনা

কারাগার থেকে গৃহবন্দী সু চি

লেবাননে তিন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানে বিক্ষোভ

ইসরায়েল হামলা চালালে এবার সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান