১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২৩, বুধবার, ২২ জুন, ২০২২, ৮ আষাঢ় ১৪২৯

ঈদুল আজহা উপলক্ষে ১ জুলাই থেকে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে ১০ জুলাই ঈদুল আজহা হতে পারে।

 

সোমবার (২০ জুন) বিকেলে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে রেল ভবনে এক সভায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসিন।

তিনি জানান, আগামী ১ জুলাই থেকে ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকি বিক্রি শুরু হবে। এবারও ৫০ শতাংশ কাউন্টারে আর ৫০ শতাংশ টিকিট মিলবে অনলাইনে। ১ জুলাই থেকে ৫ জুন পর্যন্ত চলবে অগ্রিম টিকিট বিক্রি।

 ১ জুলাই ৫ জুলাইয়ের, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে একই সঙ্গে কাউন্টারে ও অনলাইনে টিকিট বিক্রি হবে।

Share This Article